ভিনরাজ্যে আটকে পড়া পরিবারকে ফেরালেন BJP সাংসদ - Durgapur
চিকিৎসা করাতে গিয়ে লকডাউনের জেরে আটকে যাওয়া পরিবারকে ফেরালেন BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ।
দুর্গাপুর, 13 মে : চিকিৎসা করাতে গিয়ে লকডাউনের জেরে আটকে যাওয়া পরিবারকে ফেরালেন BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । জেলায় ফিরে সাংসদের সঙ্গে "BJP জিন্দাবাদ" আওয়াজ তুললেন ওই পরিবারের কর্তা।
দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘোষ মার্কেটের বাসিন্দা সোমনাথ ধীবর তাঁর অসুস্থ স্ত্রী ও কন্যাকে নিয়ে বেঙ্গালুরুতে যান 9 মার্চ । চিকিৎসা শেষে যেদিন তাঁদের ট্রেনে ওঠার কথা সেদিনই আটকে পড়েন তাঁরা । কারণ লকডাউনের জেরে বাতিল হয়ে যায় সেই ট্রেনটি । দুর্ভোগের দিন গোনা শুরু হয় তখন থেকে । দুশ্চিন্তায় থাকা দুর্গাপুরের পরিবার যোগাযোগ করেন বর্ধমান -দুর্গাপুর লোকসভার BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে । ওইদিন থেকেই হোটেলের থাকার খরচ, খাওয়ার খরচ সমস্ত কিছুর জোগান দেন সাংসদ । এরপর গতকাল পরিবারটি বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেনে এসে নামে পুরুলিয়া স্টেশনে । সেখান থেকে তাঁদেরকে নিয়ে আসা হয় আসানসোলের সালানপুর থানায় । তারপর আজ সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসে ওই পরিবার সহ হাওড়া এবং দুর্গাপুরের আরও কিছু বাসিন্দাদের নিয়ে আসা হয় দুর্গাপুর থানায় । জেলায় ফিরে সোমনাথবাবু BJP সাংসদের ভূমিকার প্রশংসা করে বলেন," উনি আমাদের জন্য যা করলেন জীবনে ভুলব না । আমি যোগাযোগ করেছিলাম । তারপর থেকে হোটেলে থাকা ,খাওয়ার সমস্ত খরচ তিনি বহন করেছেন । এমনকী এই ট্রেনে আসার টিকিটের টাকাও তিনি দিয়েছেন।" পরে সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং BJP-র নামে জয়ধ্বনি দিতে শোনা যায় তাঁকে ।
এই পরিবারসহ দুর্গাপুরের যাঁরা বেঙ্গালুরু থেকে ফিরছেন তাঁদের শারীরিক পরীক্ষার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে খুশি বাসিন্দারা । লকডাউনের তিক্ত অভিজ্ঞতার মাঝেও এই পরিবারগুলির স্বস্তি যে সাংসদ তাঁদের পাশে দাঁড়িয়েছে ।