পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুনুর নদীর ব্রিজে ভারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশ

ভারী বৃষ্টির কারণে কুনুর নদীর উপর পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের ব্রিজের বিপজ্জনক অবস্থা । বাস চললেও যাত্রীদের ব্রিজের একদিকে নামিয়ে ব্রিজের অপর প্রান্তে গিয়ে যাত্রীদের তুলে ফের রওনা দিচ্ছে সমস্ত বাস ।

durgapur news
durgapur news

By

Published : Sep 18, 2020, 9:01 PM IST

দুর্গাপুর, 18 সেপ্টেম্বর : গতকাল সন্ধ্যা থেকে একটানা প্রবল বর্ষণ । রাতভর ভারী বৃষ্টির কারণে কাঁকসার দোমড়া গ্রাম সংলগ্ন কুনুর নদীর উপর পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের ব্রিজের বিপজ্জনক অবস্থা । ব্রিজের তলা দিয়ে প্রবল গতিতে জল যাওয়ায় বেহাল হয়ে পড়া ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে । খবর পেয়ে ওই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল বন্ধ করল কাঁকসা থানার পুলিশ ।

যদিও বাস পারাপার করানো হচ্ছে । যাত্রীদের ব্রিজের একদিকে নামিয়ে ব্রিজের অপর প্রান্তে বাস গিয়ে বাসে যাত্রীদের নিয়ে ফের রওনা দিচ্ছে সমস্ত বাস । এই ব্রিজের অবস্থা নিয়ে লাগল রাজনৈতিক রং । BJP নেতা ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ, "এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যায় । প্রশাসন নির্বিকার । ভারী যানবাহন চলার কারণে এই অবস্থা ।"

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাঁকসা ব্লকের সভাপতি দেবদাস বক্সীর কথায়, "জল বেড়েছে বলে নিরাপত্তাজনিত কারণে পুলিশের এই সিদ্ধান্ত । ব্রিজ সংস্কারের কাজ চলছিল তা আবার শুরু হবে । আরও একটি ব্রিজ তৈরি হচ্ছে । সরকার এই রাস্তাকে অতি গুরুত্ব দিয়েছে ।"

উল্লেখ্য, কুনুর নদীর উপর পানাগড়- মোড়গ্রাম রাজ্য সড়কের এই ব্রিজ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগের একমাত্র পথ শুধু নয়, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পথ । ভারী প্রচুর যানবাহন চলার কারণে এই দুর্বল ব্রিজ বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে । এখন দেখার এই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত কতদিন কার্যকরী থাকে ? এবং মেরামত কবেই বা হয় ?

ABOUT THE AUTHOR

...view details