পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2014-র থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতব : সৌমিত্র - win

জয় নিয়ে আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁ ও তাঁর স্ত্রী সুজাতা । 2014 সালের থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতবেন বলে আশাবাদী সৌমিত্র ।

স্ত্রী সুজাতার সঙ্গে সৌমিত্র খাঁ

By

Published : May 13, 2019, 3:21 AM IST

Updated : May 13, 2019, 3:28 PM IST

দুর্গাপুর ও বিষ্ণুপুর, 13 মে : জয়ের ব্যাপারে 100 শতাংশ আত্মবিশ্বাসী । তাই ষষ্ঠ দফা নির্বাচন শেষে একেবারে নিশ্চিন্ত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ'র স্ত্রী সুজাতা । নিজের লোকসভা কেন্দ্রে ঢোকার অনুমতি পাননি প্রার্থী সৌমিত্র । ভোটের দায়িত্ব সামলেছেন সুজাতা । গতকালকের ভোট শেষে সস্ত্রীক সৌমিত্রকে পাওয়া গেল খোশমেজাজে । বললেন, জেতার বিষয়ে তিনি আশাবাদী ।

2014 সালে লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হন সৌমিত্র । কিন্তু, সৌমিত্রর সঙ্গে দলের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে । লোকসভা ভোটের আগে তিনি BJP-তে যোগ দেন। BJP-র টিকিটেই দাঁড়ান বিষ্ণুপুর কেন্দ্রে ।

সুজাতা খাঁ বলেন, "আজ অনেকদিন পর নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারব । সবার কাছে হয়তো আমাদের লড়াইটা দেড়মাসের । কিন্তু আমাদের লড়াইটা শুরু হয়ে গিয়েছিল সেই দেড়বছর আগে থেকে । আমি রাজনীতিতে নতুন । কিন্তু এই দেড়মাস আমি সক্রিয় রাজনীতির কঠিন লড়াই করেছি । তাই আজ সুষ্ঠুভাবে সব কাজ সম্পূর্ণ হওয়ায় খুব নিশ্চিন্ত । এখন আর সৌমিত্র জিতবে কি না সেটা প্রশ্ন নয় । সৌমিত্র কত ভোটে জিতবে সেটাই প্রশ্ন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সৌমিত্রবাবুকে আজকের নির্বাচন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সবাই যখন দুর্নীতিকে সাথে নিয়ে চলবে আর তোমায় কোণঠাসা করে দেবে, তখন একটা সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। আমি সেই সিদ্ধান্তটাই নিয়েছিলাম । তারপর অনেক ঝড়-ঝাপটা গেছে । আজ মনে হচ্ছে আমার এই সিদ্ধান্ত নেওয়াটা সার্থক হল । 2014 -র থেকেও বেশি ভোটের ব্যবধানে এবার জিতব। "

Last Updated : May 13, 2019, 3:28 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details