আসানসোল, 15 মার্চ : বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে মেয়ে সোনাক্ষীকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে ৷ এবার তাঁকে দেখা যাবে বাবার হয়ে প্রচার করতে আসানসোলে ৷ অভিনেত্রী সোনাক্ষী সিনহা বাবার হয়ে প্রচারে আসানসোলে আসতে পারেন বলে জানা যাচ্ছে (Sonakshi to Campaign with Shatrughan Sinha in Asansol) ৷ সোনাক্ষী ও শত্রুঘ্ন সিনহার সম্পর্ক যে খুবই মধুর, তা তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় ৷ বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন ভোটের ময়দানেও দেখা যাবে এবার ৷
আগামী এপ্রিল মাসের 12 তারিখে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন চিত্র অভিনেতা তথা প্রাক্তন মন্ত্রী শত্রুঘ্ন সিনহা (Asansol TMC Candidate Shatrughan Sinha) ৷
তৃণমূলে যোগ দেওয়ার পর শত্রুঘ্ন সিনহা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী (Tigress of Bengal) বলে টুইট করেন ৷ তিনি লেখেন, ‘আমাদের নিজস্ব, বাংলার বাঘিনী, চেষ্টা, পরীক্ষিত, সফল মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার আমন্ত্রণ ভাগ করে নিতে পেরে খুশি ৷ আমি হ্যাশ ট্যাগ তৃণমূল-এ যোগ দিয়েছি । একজন মহান মহিলা, সত্যিকার অর্থে জনগণের মহান নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিশীল নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করব ৷’
আরও পড়ুন : Councillors Murder Case : পানিহাটি ও ঝালদায় কাউন্সিলার খুনে স্বতঃস্ফূর্ত মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সমর্থনে আসানসোলজুড়ে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকেই প্রচারের ময়দানে দেখা যেতে পারে এই বলিউড অভিনেতাকে । রাজ্য তৃণমূল কংগ্রেস সূত্রে এই খবর জানা গিয়েছে । যতদূর জানা যাচ্ছে ওই দিন আসানসোল রবীন্দ্রভবনে কর্মিসভা করবেন তিনি ।