পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SLST Candidates Protest: আসানসোলে মুখ্যমন্ত্রীর জনসভায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ - SLST Candidates Protest

মুখ্য়মন্ত্রীর জনসভায় পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা (SLST Candidates Protest) ৷ সভা শুরুর পরেই এই বিক্ষোভের জেরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷

asansol
আসানসোলে মুখ্যমন্ত্রীর জনসভায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

By

Published : Jun 28, 2022, 5:04 PM IST

Updated : Jun 28, 2022, 5:41 PM IST

আসানসোল, 28 জুন:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা (SLST Candidates Show Agitation in a Public Meeting of CM Mamata Banerjee in Asansol) ৷ আসানসোলের পোলোগ্রাউন্ডে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনসভায় বিভিন্ন জেলা থেকে এই বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা এসেছিলেন । আগে থেকেই তাঁরা মুখ্যমন্ত্রীর সভাস্থলে বসেছিলেন ৷ লুকোনো ছিল পোস্টার । সভা কিছুক্ষণ হতেই তাঁরা দাঁড়িয়ে চাকরি চাই চাকরি চাই বলে চিৎকার করতে শুরু করেন ৷

এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এটা একটা নাটক শুরু হয়েছে প্রতিটি সভায় । আপনারাই কোর্টে কেস করেছেন । আপনারা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন । আমার চাকরি দিতে আপত্তি নেই । আমি তো কোর্টের কথা মত চলব ।"

সভার শেষে চাকরি প্রার্থীরা জানান, 471 দিন ধরে ধর্মতলায় আন্দোলন করছি । দিদিকে আমাদের কথা শোনাতে পারছি না । তাই বাধ্য হয়ে এই পথ নিয়েছি ।

আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুহূর্ত

আরও পড়ুন :বর্ধমানে টেট উত্তীর্ণদের সঙ্গে কথা বলে আশ্বাস জোগালেন মুখ্যমন্ত্রী

Last Updated : Jun 28, 2022, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details