আসানসোল, 28 জুন:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা (SLST Candidates Show Agitation in a Public Meeting of CM Mamata Banerjee in Asansol) ৷ আসানসোলের পোলোগ্রাউন্ডে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনসভায় বিভিন্ন জেলা থেকে এই বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা এসেছিলেন । আগে থেকেই তাঁরা মুখ্যমন্ত্রীর সভাস্থলে বসেছিলেন ৷ লুকোনো ছিল পোস্টার । সভা কিছুক্ষণ হতেই তাঁরা দাঁড়িয়ে চাকরি চাই চাকরি চাই বলে চিৎকার করতে শুরু করেন ৷
এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এটা একটা নাটক শুরু হয়েছে প্রতিটি সভায় । আপনারাই কোর্টে কেস করেছেন । আপনারা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন । আমার চাকরি দিতে আপত্তি নেই । আমি তো কোর্টের কথা মত চলব ।"