পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, গ্রেপ্তার 6 BJP কর্মী - tmc worker

তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে । গ্রেপ্তার 6 BJP কর্মী ।

ধৃত BJP কর্মীরা

By

Published : Jun 17, 2019, 3:51 PM IST

কাঁকসা, 17 জুন : তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হল 6 BJP কর্মী । ঘটনায় জখম হয়েছে 7 তৃণমূল কর্মী । কাঁকসার বনকাটি পঞ্চায়েতের নিমটিকুড়ি এলাকার ঘটনা ।

রবিবার কাঁকসায় তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয় । সেই সভায় যোগ দেওয়ার জন্য বনকাটি পঞ্চায়েতের নিমাটকুড়ি এলাকা থেকে তৃণমূল কর্মীরা আসছিল । অভিযোগ, সেইসময় হঠাৎ কয়েকজন BJP কর্মীরা এসে তাদের উপর হামলা চালায় । ঘটনায় জখম হয় 7 তৃণমূল কর্মী । যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতেই কাঁকসা থানায় BJP কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমে 6 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

এবিষয়ে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এতদিন ওষুধটা জানা ছিল না । এখন ওষুধটা জেনে গেছি । এবার থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা হলে সেই ওষুধ প্রয়োগ করা হবে ।"

পূর্ব বর্ধমান জেলা BJP-র সাধারণ সম্পাদক রমেন শর্মা বলেন, "এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই । তবে, CPI(M), BJP, তৃণমূল যেই হোক না কেন, যারা গণতন্ত্র হত্যা করার চেষ্টা করছে তাদের গণতান্ত্রিক দেশে কোনও জায়গা নেই ।"

ABOUT THE AUTHOR

...view details