দুর্গাপুর, 5 অগাস্ট : রাজস্থানের বিকানের থেকে 1990 সালে করসেবক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন শিবপ্রসাদ ৷ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, "যতদিন পর্যন্ত না রামমন্দির হবে, খালি পায়ে থাকব ৷" তবে, 2004 সালে মৃত্যু হয় তাঁর ৷ তাঁর এই প্রতিজ্ঞা পালন করে চলেছেন তাঁর ছেলে মহাবীর প্রসাদ ৷ তিনিও খালি পায়ে হাঁটছেন ৷
1990 সালে লালকৃষ্ণ আদবানি করসেবকদের নিয়ে রামমন্দির তৈরির ডাক দিয়েছিলেন ৷ সেদিন দেশজুড়ে হিংসার বাতাবরণে তৈরি হয়েছিল ৷ পুলিশের গুলিতে বহু করসেবক প্রাণ হারিয়েছিলেন ৷ সেইদিন রাজস্থান বিকানের থেকে করসেবকদের নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলেন শিবপ্রসাদ ৷ RSS-র সক্রিয়া কর্মী শিবপ্রসাদ রাজস্থান থেকে করসেবকদের নিয়ে যাওয়ার সময় বীরের মর্যাদা দেওয়া হয়েছিল ৷
2004 সালে শিবপ্রসাদের মৃত্যু হয় ৷ তাঁর পরিবার জীবিকার তাগিদে দুর্গাপুর চলে আসে ৷ তাঁর ছেলে মহাবীর প্রসাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সক্রিয় সদস্য ৷ তিনিও আমন্ত্রণ পেয়েছিলেন এই ভূমিপুজো অনুষ্ঠানে ৷ কিন্তু, যেতে পারেননি ৷ দুর্গাপুর বেনাচিতি বাজারে একটি আয়ুর্বেদিক দোকানের কর্ণধার মহাবীর প্রসাদ বাবার স্মৃতিচারণ করেন ৷
বাবার প্রতিজ্ঞাপালনে এখনও খালি পায়ে প্রয়াত শিবপ্রসাদের ছেলে তিনি বলেন, "বাবা প্রতিজ্ঞা করেছিলেন যতদিন পর্যন্ত না রামমন্দির নির্মাণ হবে, ততদিন তিনি খালি পায়ে থাকবেন ৷ বাবা 2004 সালে মারা গিয়েছেন ৷ আমি আজও খালি পায়ে আছি ৷ বাবার প্রতিজ্ঞাপূরণের জন্য ৷ রামমন্দির যতদিন না নির্মাণ হচ্ছে, ততদিন আমি খালি পায়ে থাকব ৷" করসেবকরা রাজস্থানের বিকানেরে যেদিন ফিরে গিয়েছিলেন, সেদিন তাঁদের বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছিল ৷ শিবপ্রসাদ সেদিন অযোধ্যার রামমন্দির থেকে তিনটি ইট নিয়ে এসেছিলেন বলেও জানালেন মহাবীর ৷