পশ্চিমবঙ্গ

west bengal

Shatrughan Sinha Thanks to Voters : বাংলায় আমার পরিবার আছে, আসানসোলবাসীকে ধন্যবাদ জানালেন 'বিহারীবাবু'

By

Published : Apr 21, 2022, 8:38 AM IST

আসানসোল লোকসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha wins from Asansol Lok Sabha Seat) ৷ এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে 3 লাখ 53 হাজার 149 ভোটে হারিয়েছেন 'বিহারীবাবু' ৷

TMC MP Shatrughan Sinha
আসানসোলবাসীকে ধন্যবাদ শত্রুঘ্নর

দুর্গাপুর, 21 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আরও একবার ভোটারদের ধন্যবাদ জানালেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha gives thanks to voters of Asansol)৷ বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকে একটি ইফতার পার্টি ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ ৷ জানান, আসানসোলবাসীর ভালবাসায় তিনি অভিভূত ৷ বলেন, "বাংলায় আমার পরিবার আছে। আমি বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ একাধিক জায়গায় কাজ করেছি কিন্তু সব থেকে আলাদা এই বাংলা । আমি চারবার সাংসদ হয়েছি আসানসোলে জয়ের পর পাঁচবার হতে চলেছি । যতবারই সাংসদ হয়েছি সেবার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করেছি, কোনওদিন উপার্জন করিনি । আমার চরিত্রে কোন দাগ নেই । আমর বিরুদ্ধে কোনওদিন দুর্নীতির কোনও অভিযোগ ওঠেনি ৷"

আসানসোলবাসীকে ধন্যবাদ জানালেন শত্রুঘ্ন

আরও পড়ুন : বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল, মাস্টারস্ট্রোক মমতার

আসানসোল লোকসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷ তাঁর দৌলতেই এইবার প্রথম তৃণমূলের দখলে এসেছে এই লোকসভা কেন্দ্রটি ৷ এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে 3 লাখ 53 হাজার 149 ভোটে হারিয়েছেন 'বিহারীবাবু' ৷ ভোট প্রচারে শত্রুঘ্নের বিরুদ্ধে বহিরাগত তত্ত্ব তুলেছিল বিরোধীরা ৷ কিন্তু তাদের সেই প্রচারে কাজ হয়নি, হিন্দিভাষীদের বিপুল পরমাণ ভোট পেয়ে আসানসোলে শেষ হাসি হাসেন শত্রুঘ্নই ৷

ABOUT THE AUTHOR

...view details