পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shatrughan Sinha: করেছেন সাহায্য, দিয়েছেন চিঠির জবাব ! প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মুখে (Shatrughan Sinha applauses PM Modi) ৷

ETV Bharat
Shatrughan Sinha

By

Published : Dec 1, 2022, 9:39 PM IST

আসানসোল, 1 ডিসেম্বর: আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার (Asansol MP Shatrughan Sinha) তদ্বিরে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আসানসোলের 7 জন ক্যানসার আক্রান্তের চিকিৎসার জন্য গত 9 মাসে আর্থিক সাহায্য এসেছে ৷ আরও 21 জন রোগী এই সহযোগিতা পেতে চলেছেন । আর প্রধানমন্ত্রীর এই সাহায্যের জন্য নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা । তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে তাঁর চিঠির জবাব দিয়েছেন ৷ বিহারীবাবুর দাবি, এত মানুষের চিকিৎসার জন্য তিনি তদ্বির করেছেন বলে প্রধানমন্ত্রী মোদি চিঠিতে তাঁর প্রশংসাও করেছেন (Shatrughan Sinha applauses PM Modi) ৷

বৃহস্পতিবার আসানসোলে এক সাংবাদিক সম্মেলন করতে এসে নিজের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন শত্রুঘ্ন সিনহা । আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক-সহ তৃণমূল নেতা ভি শিবদাশন দাশু এবং জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংকে পাশে বসিয়ে গত নয় মাসে এলাকার যে যে উন্নয়ন তিনি করেছেন তা তুলে ধরেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ৷

আরও পড়ুন: তৃণমূল আইটি সেলের দায়িত্বে দেবাংশু, তরুণ তুর্কীকে নেতৃত্বে ফেরাতে নয়া পদ

তার মাঝেই সাংসদ জানান ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আর্থিক সহযোগিতা এসেছে ৷ এরজন্য তিনি প্রধানমন্ত্রীর উচ্চ প্রশংসা করেন ৷ বলেন "আমি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ । আমি যাদের জন্য আবেদন পাঠিয়েছি, উনি দ্রুততার সঙ্গে সমস্ত ব্যবস্থা করেছেন । শুধু তাই নয়, নিজে ব্যক্তিগতভাবে আমাকে চিঠি দিয়ে আমার প্রশংসা করেছেন, আমি এত জনের জন্য সহযোগিতা চেয়েছি বলে ।"

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন সিনহা

শত্রুঘ্ন সিনহা আরও বলেন,"এর আগে এক লক্ষ, দেড় লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাওয়া যেত । কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি আমার তদ্বির করা রোগীরা 3 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়েছেন । আমি প্রধানমন্ত্রীর কাছে সত্যিই কৃতজ্ঞ ।" আসানসোলের স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে তাঁর বক্তব্য, "আমি চাইছি আসানসোলে আরও বেশ কিছু মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হোক । এবং আগামিদিনে আমার খুব ইচ্ছে আসানসোলে একটি মেডিক্যাল কলেজ তৈরি করার ।"

ABOUT THE AUTHOR

...view details