পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানাগড়ে বাঘের আতঙ্ক, খাঁচা পাতল বনকর্মীরা

পানাগড় এলাকায় বাঘের আতঙ্ক ৷ বনকর্মীরা খাঁচা পেতে রেখেছে এলাকায় ৷

scared for tiger at panagarh
পানাগড়ে বাঘের আতঙ্ক

By

Published : Aug 28, 2020, 4:20 PM IST

কাঁকসা, 28 অগাস্ট : কাঁকসা থানা এলাকার পানাগড় বিশ্বকর্মা মন্দির চত্বরে বাঘের আতঙ্ক ৷ খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থানে আসেন ৷ বুধবার বনদপ্তরের তরফে ওই এলাকায় একটি খাঁচা পাতা হয়েছে ৷

বিশ্বকর্মা মন্দির চত্বরে গাড়ি সারাইয়ের জন্য বড় বড় কয়েকটি গ্যারেজ রয়েছে ৷ তাদের মধ্যে একটি গ্যারেজের CCTV ফুটেজ দেখতে গিয়ে হঠাৎ বাঘের মত একটি প্রাণীর দেখা মেলে ৷ এছাড়া ক্যামেরায় পায়ের ছাপ পাওয়াও গেছে ৷

গ্যারেজ কর্তৃপক্ষের তরফে পানাগড় বনদপ্তরকে CCTV-র ওই ফুটেজ দেওয়া হয়েছে ৷ গ্যারেজে কাজ করেন যারা তাঁরা বলেন, "CCTV ফুটেজ দেখার আগে রাতের বেলায় বাইরেই দিন কাটাতাম ৷ তবে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে বাইরে বাঘের আতঙ্কে থাকছি না ৷"

এলাকার বাসিন্দা রমণ শর্মা জানান, "বাঘের পায়ের ছাপ ও CCTV ফুটেজে বাঘ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ৷ বনদপ্তরের কর্মীরা এখানে একটি খাঁচা পেতে দিয়ে গেছেন ৷"

বনদপ্তরের তরফে জানান হয়েছে, এলাকায় ঘন জঙ্গল রয়েছে ৷ CCTV ফুটেজে দেখা প্রাণীটি আদৌ বাঘ কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বাঘের মতো দেখতে আর কোনও প্রাণী এই এলাকায় রয়েছে কিনা তার জন্য নজর রাখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details