অণ্ডাল, 22 সেপ্টেম্বর : অণ্ডাল এলাকায় ফের দৌরাত্ম্য বালি মাফিয়াদের । বালির গাড়ি নিয়ে যাওয়ার জন্য এবার আস্ত একটা খেলার মাঠ কেটে রাস্তা তৈরির অভিযোগ উঠল । ঘটনাটি দুর্গাপুরের অণ্ডাল এলাকার । তা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । তাঁরা বিক্ষোভ দেখালে আজকের মতো কাজ বন্ধ করে দেওয়া হয় । খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে ।
গতকালই যেখানে খেলে বেড়াচ্ছিল তন্ময়, রানারা আজ সকালে সেই মাঠের মাঝেই হঠাৎ রাস্তা দেখে অবাক তারা । তবে, মাটি কাটার যন্ত্র মাঠের মাঝে দেখে কার কাজ তা বুঝতে একটুও দেরি হয়নি তাদের । বুঝতে পেরেই ক্ষোভপ্রকাশ করেন এলাকার বাসিন্দারা । খবর ছড়াতেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা । এবিষয়ে তন্ময় মণ্ডল জানায়, তারা দীর্ঘদিন ধরে এই মাঠে খেলছে । আজ সকালে খেলতে এসে দেখে মাঠে বালিঘাট মালিকরা মেশিন দিয়ে রাস্তা তৈরি করছে । ফলে খেলা আর হয়নি । কিন্তু কীভাবে অনুমতি পেল ? কেই বা অনুমতি দিল? তাদের অনেকেরই মতে, "এসব অবৈধ । বালি মাফিয়াদের কাজ ।"
রবিবার সকালে অফিস ছুটি । বাড়ির পাশের মাঠে খেলতে গেছিল রানা দাস । কিন্তু খেলবে কোথায় ? মাঠে মাটি কাটার মেশিন । 100 মিটার মতো রাস্তা রাতারাতি কাটা হয়ে গেছে । এবার? তিনি বলেন, "এর আশাপাশের এলাকায় এমন কাজ তো হতেই থাকে । তবে এমন আস্ত একটা মাঠ কেটে রাস্তা । সত্যিই অবাক লাগছে । ছোটোবেলা থেকে এই মাঠে খেলে আসছি । রাতারাতি এর এমন পরিণতি । বালির গাড়ি নিয়ে যাওয়ার জন্যই এই রাস্তা তৈরি করছিল বালিঘাট মাফিয়ারা । এই মাঠ দখলমুক্ত না হলে আমরা প্রশাসনের দারস্থ হব ।"
অবৈধভাবে মাছের মাথাখান দিয়ে চলছে রাস্তা তৈরির কাজ অণ্ডাল তথা পশ্চিম বর্ধমান এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম এই প্রথম নয় । এর আগেও বহু জায়গা থেকে একাধিকবার এমন অবৈধভাবে বালি তোলার বিষয় সামনে এসেছে । প্রশাসনের একাধিক পদক্ষেপ এমনকী মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞার পরও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি । সংবাদমাধ্যমকে সামনে পেয়ে এলাকার অনেকেই ক্ষোভ উগড়ে দেন । পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মদনপুর পঞ্চায়েতের পুবড়া এলাকার পঞ্চায়েত সদস্য প্রদীপ সাধু । জানান, এব্যাপারে তাঁর কাছে অভিযোগ এসেছে আজ সকালেই । সেখানে ঠিক কী হয়েছে এখনই তিনি বলতে পারবেন না । কারাই বা এর পিছনে রয়েছে তাও বিষয়টি না দেখে, এলাকায় না পৌঁছে বলা সম্ভব নয় । তবে যদি সত্যিই বেআইনিভাবে কেউ ওই রাস্তা কেটে থাকে তাহলে তিনি ব্যবস্থা নেবেন । এই ব্যাপারে বালিঘাট মালিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
দেখুন এবিষয়ে কী বললেন পঞ্চায়েত সদস্য