পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের মিছিলে "সেফ ড্রাইভ সেভ লাইফ"-কে থোড়াই কেয়ার - tmc workers

রাজ্য সরকারের প্রকল্প "সেফ ড্রাইভ, সেভ লাইফ" মানল না তৃণমূলকর্মীরা। আজ তৃণমূলের নির্বাচনী প্রচারে হেলমেট ছাড়া বেশিরভাগ তৃণমূলকর্মী বাইক মিছিলে অংশ নেয়। এনিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে CPI(M)।

By

Published : Apr 13, 2019, 3:36 PM IST

দুর্গাপুর, 13 এপ্রিল : রাজ্য সরকারের প্রকল্প "সেফ ড্রাইভ, সেভ লাইফ" মানল না তৃণমূল কর্মীরা। বর্ধমান-দুর্গাপুর লোকসভাকেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার নির্বাচনী প্রচারে আজ তৃণমূলকর্মীদের হেলমেট না পরে বাইক মিছিল করতে দেখা গেল। এই নিয়ে CPI(M)-র পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ দুর্গাপুরের রঘুনাথপুর এলাকায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতা নির্বাচনী প্রচার করেন। হুড খোলা জিপে তিনি প্রচার চালান। রঘুনাথপুর, কমলপুর ইত্যাদি এলাকায় প্রচারের সময় তৃণমূলকর্মী ও সমর্থকদের বাইক নিয়ে সেই মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ তৃণমূল কর্মী ও সমর্থকদের মাথায় হেলমেট ছিল না।

বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকারের প্রকল্প "সেফ ড্রাইভ সেভ লাইফ" মুখ থুবড়ে পড়েছে। আজ যারা হেলমেট না পরেই মিছিলে অংশ নিয়েছিল, তাদেরই আগে দেখা গেছে ট্র্যাফিক পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পের কথা সাধারণ মানুষের মধ্যে ফলাও করে প্রচার করতে।

ABOUT THE AUTHOR

...view details