আসানসোল, 18 সেপ্টেম্বর : আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকায় একটি দেশি মদের দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হল । ধৃতদের কাছ থেকে প্রচুর দেশি মদ ও টাকা উদ্ধার করা হয়েছে । ধৃতদের TI প্যারেডের জন্য আবেদন জানানো হয়েছে আসানসোল মহকুমা আদালতে ।
মদের দোকানে ডাকাতি, গ্রেপ্তার 5
পুলিশ সুত্রে খবর, 30 অগাস্ট আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় একটি দেশি মদের দোকানে হানা দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী । দোকানে থাকা অন্য কর্মীদের মারধর করে 11 বাক্স মদ ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা নিয়ে পালায় । ঘটনার তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ।
পুলিশ সুত্রে খবর, 30 অগাস্ট আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় একটি দেশি মদের দোকানে হানা দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী । তাঁরা গভীররাতে প্রথমে অ্যাসবেসটসের ছাদ ভেঙে দোকানে ঢোকে । এরপর দোকানে থাকা অন্য কর্মীদের মারধর করে 11 বাক্স মদ ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা নিয়ে পালায় । ঘটনার তদন্তে নেমে আসানসোলের বিভিন্ন এলাকা থেকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে বেশ কিছু টাকা এবং পাঁচ বাক্স মদ উদ্ধার করা সম্ভব হয়েছে । সেদিন রাতে এই দুষ্কৃতীরাই ছিল কি না তা জানার জন্য পুলিশ কোর্টের কাছে TI প্যারেডের জন্য আবেদন জানিয়েছে । আজ পাঁচজনকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয় ।