পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলের দাবিতে পথ অবরোধ খনি অঞ্চলের বাসিন্দাদের - demand

অন্ডাল থানার উখরা এলাকার বাসিন্দারা জলের দাবিতে পথ অবরোধ করেন।

অবরোধকারী বাসিন্দারা

By

Published : Apr 18, 2019, 10:25 PM IST

Updated : Apr 18, 2019, 10:36 PM IST

দুর্গাপুর, 18 এপ্রিল : ভোটের মুখে জলের দাবিতে পথ অবরোধ করল খনি অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি অন্ডাল থানার উখরা এলাকার। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় উখরা থানার পুলিশ।

আজ উখরার হুচুক পাড়ার বাসিন্দারা জলের দাবিতে বাজপায়ি মোড়ের কাছে পথ অবরোধ করে। পাশাপাশি তারা পঞ্চায়েতেও বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, পঞ্চায়েতের তরফে হঠাৎ করেই জল বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিডিয়োয় শুনন বক্তব্য

পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ বলেন, উখরা এলাকায় জলস্তর কমে যাওয়ায় জল সংকট দেখা দিয়েছে। বর্তমানে জল সংকট মেটাতে ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে। সব জায়গাতেই জল সরবারহ করা হবে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Last Updated : Apr 18, 2019, 10:36 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details