আসানসোল, 4 সেপ্টেম্বর : রয়েছে IRCTC-র খাবারের স্টল । অথচ মিলছে না রেলের নিজস্ব পানীয় জল 'রেল নীর' । পরিবর্তে মজুত অন্যান্য কম্পানির বোতলবন্দী জল । এমনকী রেলের নিজস্ব স্টলগুলিতেও নেই রেল নীর । ক্রমাগত বিক্রি হচ্ছে রেলের অনুমোদনহীন কম্পানির পানীয় জল । প্রশ্ন উঠছে, তাহলে কী অন্যান্য বেসরকারি জলের কম্পানিগুলির সুবিধার্থেই রেল নীর বন্ধের সিদ্ধান্ত? রেলের তরফে জানানো হয়েছে, রেল নীরের চারটি কারখানার মধ্যে তিনটি কারখানাই বন্ধ । ফলে চাহিদা অনুযায়ী মিটছে না রেল নীরের জোগান । কিন্তু রেলের নিজেদের কারখানা বন্ধ রেখে অন্য কম্পানির জল বেচার নেপথ্যে কী কারণ?
রেলে যে পানীয় জল অথবা যে খাবার বিক্রি হয় তা রেলের নিজস্ব সংস্থা IRCTC থেকেই দেওয়া হয় । তবে কিছু ক্ষেত্রে IRCTC অনুমোদিত পানীয় এবং খাদ্যদ্রব্য রেলের তরফে সরবরাহ করা হয় । IRCTC-র নিজস্ব পানীয় জল রেল নীর । কিন্তু গত ছ'মাস ধরে আসানসোল স্টেশনসহ পুরো আসানসোল রেল ডিভিশনেই বন্ধ রেল নীরের সরবরাহ । তার বদলে বিকোচ্ছে রেলের অনুমোদনহীন বিসলেরি জল কিংবা বেলি কম্পানির জল । কিন্তু নিজেদের জল বন্ধ করে কেন অন্যান্য কম্পানির জল বিক্রি করছে রেল? রেলসূত্রে খবর, রেলে জল বিক্রির জন্য বেলি কম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে রেলের তরফে । কিন্তু আসানসোল ডিভিশনে জল বিক্রি করার কোনও অনুমোদন বিসলেরি পায়নি । তা সত্ত্বেও রেলের কাউন্টারে রমরমিয়ে বিকোচ্ছে বিসলেরি । এপ্রসঙ্গে বিক্রেতারা জানাচ্ছেন, যে কম্পানির সাপ্লাই আসছে তাই বিক্রি হচ্ছে ।