পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ECL-র বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে বচসা, ধাক্কাধাক্কি

কয়লা মন্ত্রকের পক্ষ থেকে দেশের বেশ কিছু কোল ব্লককে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয় । 11 জুন থেকে কমার্শিয়াল কোল পদ্ধতি চালু হয় কয়লা শিল্পে । যার বিরোধিতা করে বাম শ্রমিক সংগঠনগুলি । বিরোধিতা করে তৃণমূলও । তবে, তৃণমূলের দাবি, কাজ বন্ধ হতে দেওয়া যাবে না ।

জামুড়িয়া
জামুড়িয়া

By

Published : Jul 2, 2020, 12:45 PM IST

জামুড়িয়া, 2 জুলাই : ECL-এর কয়লা খনিকে বেসরকারিকরণের প্রতিবাদে তিনদিনব্যাপী কোলিয়ারি ধর্মঘটের ডাক দেয় আটটি শ্রমিক ইউনিয়ন । ধর্মঘটের আজ প্রথম দিন । শুরুতেই তৃণমূলের কয়লা খনি ইউনিয়নের (KKSC) সঙ্গে ধর্মঘট ডাকা আটটি ইউনিয়নের মধ্যে বচসা শুরু হয় । চলে হাতাহাতি, ধাক্কাধাক্কি । খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । কোলিয়ারি চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । অন্যদিকে, ECL-এর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকেও এলাকায় মোতায়েন করা হয়েছে ।

কয়লা মন্ত্রকের পক্ষ থেকে দেশের বেশ কিছু কোল ব্লককে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয় । 11 জুন থেকে কমার্শিয়াল কোল পদ্ধতি চালু হয় কয়লা শিল্পে । কেন্দ্রের এমন নির্দেশিকার পরে কয়লা খনি শ্রমিক সংগঠনগুলির অভিযোগ তোলে, সরাসরি বেসরকারিকরণের পথে চলে গেছে কয়লাশিল্প । তার ফলে সরকারি কোলিয়ারিগুলি দিনে দিনে রুগ্ন হয়ে যাবে । কোলিয়ারিগুলিতে কাজ হারাবেন শ্রমিকরা । এর বিরুদ্ধে শ্রমিক সংগঠন HMS ,BMS, INTTUC, CITU বিরোধিতা শুরু করে ।

CPI(M) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কিশোর ঘটক অভিযোগ তোলেন, "তিনদিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ECL-র আটটি ইউনিয়ন । সকাল থেকে এই ইউনিয়নের কর্মীরা গেলে বাধা দেয় তৃণমূলের শ্রমিক সংগঠন (KKSC) ।" তৃণমূলের শ্রমিক সংগঠন ইউনিয়নের সেক্রেটারি সঞ্জয় সিং বলেন, " ECL-এর বেসরকারিকরণের প্রতিবাদকে আমরা সমর্থক করছি । কিন্তু কোলিয়ারি বন্ধ করা যাবে না । কোলিয়ারি বন্ধের প্রতিবাদে আমরা ।"

ABOUT THE AUTHOR

...view details