দুর্গাপুর, 14সেপ্টেম্বর:এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে পোস্টার পড়ল দুর্গাপুর মহকুমা আদালত ভবন ও মহকুমা শাসকের ভবনের সামনে । বিজেপি সাংসদের ছবি দেওয়া ওই পোস্টারে লেখা "এই সাংসদকে আর চাই না" ৷ যাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে শহর জুড়ে ৷
সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পঙ্কজ রায় সরকার এই প্রসঙ্গেই বলেন, "দুর্গাপুরে একের পর এক কারখানার বিলনগ্নীকরণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ চলছে ৷ আমরা সংসদের বাড়িতে 30 হাজারেরও বেশি পোস্টকার্ড পাঠিয়ে ছিলাম। দুর্গাপুরের সাধারণ মানুষ তাকে গত পাঁচ বছর পাননি । স্বাভাবিকভাবেই তাই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে ।"
তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, "এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ । সাধারণ মানুষ সাংসদকে গত পাঁচ বছর তাদের পাশে পাননি । তাই মানুষ ক্ষুব্ধ হয়ে এই পোস্টার দিয়ে প্রতিবাদ করেছে । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই পোস্টার দেওয়ার অভিযোগ একেবারেই মিথ্যা । মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের জোয়ার এনেছেন তাতে আমাদেরকে কারোর বিরুদ্ধে পোস্টার দেওয়ার মতো কলঙ্কিত কাজ করতে হবে না। সামনেই লোকসভা নির্বাচন মানুষের জবাব দেবেন।"