পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলকারে বেনিয়ম রুখতে দুর্গাপুরে শুরু ধরপাকড়

দুর্গাপুরের একাধিক এলাকায় আজ সকাল থেকেই চলল পুলকারগুলির কাগজ পরীক্ষা । পড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতে কড়া পথে হাঁটতে চলেছে প্রশাসন ।

Durgapur
ছবি

By

Published : Feb 19, 2020, 9:08 PM IST

দুর্গাপুর, 19 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন । ধরপাকড় শুরু হয়েছে একাধিক জায়গায় । বাদ পড়েনি দুর্গাপুর শিল্পবলয়ও । আজ পাণ্ডবেশ্বরে একাধিক পুলকার রাস্তায় দাঁড় করিয়ে চলল নথি পরীক্ষা ।

শুধুমাত্র পাণ্ডবেশ্বরই নয় । শিল্পশহর দুর্গাপুরের একাধিক এলাকায় শুরু হয়েছে ধরপাকড় । আজ সকাল থেকেই বিভিন্ন থানা এলাকায় মোড়ে মোড়ে চলল কাগজপত্রের পরীক্ষা-নিরীক্ষা । পরীক্ষা করা হল চালকদের লাইসেন্সের বৈধতাও । তবে পাণ্ডবেশ্বরের খনি এলাকায় এর আগে এমন ধরপাকড় দেখা যায়নি । এমনই বলছে পুলকার চালকদের একাংশ ।

কী বলছে পুলকার চালকরা

এক পুলকার চালককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "15 বছর এই স্কুলের গাড়ি চালাচ্ছি । এরকম রাস্তায় দাঁড় করিয়ে চেকিং আগে দেখিনি । আমরা লাইসেন্সও এতদিন কাছে রাখিনি । কাগজপত্র মালিকের ঘরে ।"

পাণ্ডবেশ্বর থানায় এই সমস্ত গাড়ির মালিকদের গাড়ির বৈধ কাগজপত্র নিয়ে আসার কথা বলা হয়েছে । পোলবায় পুলকার দুর্ঘটনার পর থেকে পড়ুয়াদের সুরক্ষার বিষয়টি আরও বেশি করে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন । সেই কারণেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ধরপাকড় ।

ABOUT THE AUTHOR

...view details