পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyber Crime Awareness: কপালে চিন্তার ভাঁজ ফেলছে সাইবার ক্রাইম, সচেতন করতে মাঠে নামলেন পুলিশ কর্তারা - Police officials aware people from cyber crime

একের পর এক সাইবার ক্রাইম কপালে চিন্তার ভাঁজ ফেলছে পুলিশের ৷ এবার তাই সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নামলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি থেকে এসিপি (Cyber Crime Awareness) ৷

Cyber Crime
সাইবার ক্রাইম

By

Published : Feb 7, 2023, 6:01 PM IST

সাইবার ক্রাইম থেকে সচেতন করতে মাঠে নামলেন পুলিশ কর্তারা

দুর্গাপুর, 7 ফেব্রুয়ারি: খুন, ছিনতাই, ডাকাতির ঘটনাতে লাগাম টানা গেলেও, পুলিশের কপালে ভাঁজ ফেলেছে সাইবার ক্রাইম । তাই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নয়া উদ্যোগ ৷ পাড়ায় পাড়ায় গিয়ে পুলিশ কর্তারা সাইবারক্রাইম নিয়ে সচেতন করছেন প্রবীণ থেকে ছাত্রদের । এমনকী দুর্গাপুরের বিভিন্ন থানা এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে পুলিশ সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে । এক সময় প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক জেরোম কে জেরোম টেকনোলজি ফর ম্যানকাইন্ড গল্পে লিখেছিলেন, "সভ্যতা যতই আধুনিক হবে ততো জটিল হবে ।" সে কথা যে 100 শতাংশ সত্য, তা আজ মর্মে মর্মে উপলব্ধি করছেন গোটা বিশ্বের মানুষ । ডাকাতি, খুন, ছিনতাই এই ধরনের অপরাধের ঘটনা পুলিশি কড়া নজরদারিতে অনেকটাই উধাও । কিন্তু পুলিশের এখন চিন্তা সাইবার ক্রাইম নিয়ে ।

বর্তমানে সাইবার ক্রাইম মূলত দুভাবে দেখা দিয়েছে । একদিকে, সোশ্যাল মিডিয়ার রমরমার ক্ষেত্রে আপত্তিকর ছবি, ভিডিয়ো আপলোড করে সামাজিক শান্তি বিঘ্নিত করা হচ্ছে । আর অন্যদিকে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার সামান্য ভুলকে হাতিয়ার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে । কখনও এটিএমের গোপন পিন নাম্বার জেনে ফেলা, কখনও আবার ওটিপি নাম্বার শেয়ার ৷ কিংবা অবাঞ্ছিত কিছু মেসেজ আসে মোবাইলে ৷ খুললেই নিমেষে হাওয়া হয়ে যাচ্ছে গ্রাহকদের গচ্ছিত লক্ষ লক্ষ টাকা ।

দিনের পর দিন বাড়তে থাকা এই সাইবার ক্রাইমকে ঠেকাতে রাজ্যের প্রায় প্রত্যেকটি থানায় সাইবার ক্রাইম ডেস্ক চালু হয়েছে । বিভিন্ন বড় বড় থানায় সাইবার সেল,সাইবার পেট্রোলিং শুরু হয়েছে । কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না সাইবার ক্রাইম । কখনও কখনও আবার অনেকে সুন্দরী নারীর হানি ট্রিপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন । কেও কেও আবার সোশ্যাল মিডিয়াতে ভুয়ো বিজ্ঞাপন দেখে কম দামে আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী কিনতে গিয়ে ঠকছেন । তাই সাইবার ক্রাইম নিয়ে এবার সাধারণ মানুষকে সচেতন করতে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কর্তারা পাড়ায় পাড়ায় সাধারন মানুষদের সঙ্গে বৈঠক করছেন (Cyber Crime Awareness) ।

ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি( দুর্গাপুর) তথাগত পাণ্ডেকে দেখা গেল সাধারণ মানুষকে নিয়ে সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে এবং সচেতন করতে । এর আগেও লিফলেট দিয়ে, পাড়ায় পাড়ায় মাইকিং করে ট্যাবলো দিয়ে প্রচার করা হয় ৷ তার পরেও কিন্তু সাইবার ক্রাইমকে থামানো যায়নি । এবার খোদ পুলিশ কর্তাদের নামতে হল পথে । সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে সচেতন করতে উদ্যোগী হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Police officials aware people from cyber crime) ।

দুর্গাপুর থানার অধীন সিটি সেন্টার ফাঁড়ি ও এজোন ফাঁড়ি এলাকায় সাইবার ক্রাইম নিয়ে মানুষকে সচেতন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা । দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত অম্বুজা এলাকায় সাইবার ক্রাইম থেকে মানুষকে সচেতন করতে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় । এ দিন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা একটি ট্যাবলোর উদ্বোধন করেন । সেই ট্যাবলার মধ্য দিয়েই সচেতনাতার বার্তা প্রচার করা হবে বলে জানা গিয়েছে ।

অভিষেক গুপ্তা বলেন, "আমরা বাইরে না গেলেও ঘরে বসেই প্রতারিত হচ্ছে । মোবাইলে এমন অনেক কিছু আসছে যার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে । সাধারণ মানুষকে আরও বেশি জাগরিত হতে হবে । আমরা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম প্রচেষ্টা করছি । কিন্তু এরপরেও একশ্রেণির মানুষ ওটিপি বলে দিচ্ছেন, গোপন পিন নাম্বার শেয়ার করছেন । তাই মানুষকে সচেতন করছি আমরা পাড়ায় পাড়ায় বৈঠক করে । " আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে এখন বড় চ্যালেঞ্জ সাইবার অপরাধকে নির্মূল করা ।

আরও পড়ুন:ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

ABOUT THE AUTHOR

...view details