পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়খণ্ড, বিহার সীমান্তে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে বৈঠক - meeting

আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাঘাত এড়াতে দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় আজ

বৈঠক

By

Published : Mar 6, 2019, 3:27 PM IST

দুর্গাপুর, ৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাঘাত এড়াতে দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় আজ। বিহার ও ঝাড়খণ্ডের যে জেলাগুলি পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার সঙ্গে সংলগ্ন সেই জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন IG(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিক ও রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকর। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপার সহ অন্য পুলিশকর্তারা।

বহিরাগত দুষ্কৃতীরা অশান্তি করছে এই অভিযোগ জানায় শাসকদল। আসন্ন লোকসভা নির্বাচনে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা যাতে এরাজ্যে প্রবেশ করতে না পারে তাই এই বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। আজ দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপাররা সমস্যার কথা আদান-প্রদান করেন। পাশাপাশি পুলিশের কাছে যে সমস্ত দাগি অপরাধীদের তথ্য রয়েছে তাদের নির্বাচনের সময় পুলিশ যাতে নিজেদের হেপাজতে নিয়ে নেয়, তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নাকাচেকিং আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুষ্কৃতীরা কোন কোন এলাকা দিয়ে প্রবেশ করতে পারে সে বিষয়েও প্রোজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

ABOUT THE AUTHOR

...view details