দুর্গাপুর, 24 ডিসেম্বর: বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর স্টিল টাউনশিপ-সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বিকট শব্দ যুক্ত কেজিএফ বাইক (Police detained KGF bike riders) । কয়েকদিন আগেই 'মিট দ্য অফিসার শীর্ষক' একটি অনুষ্ঠানে এই বাইকগুলির বিকট আওয়াজ করে রাস্তায় দাপিয়ে বেড়ানো নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তমের কাছে প্রবীণ নাগরিকরা অভিযোগ জানান ।
বিশেষ করে যারা হৃদরোগ ও স্নায়ু রোগের সমস্যায় ভুগছেন তাদের বাইকগুলির বিকট আওয়াজের জেরে প্রাণ ওষ্ঠাগত । আধুনিক প্রজন্মের ছেলেরা তাদের বাইকগুলোর সাইলেন্সার পাইপগুলিকে কেটে ফেলছে । দুর্গাপুরের ট্রাঙ্ক রোড, চন্ডীদাস বাজার-সহ বেশ কিছু এলাকায় এই বিকট শব্দযুক্ত সাইলেন্সার পাইপগুলি লাগানো হচ্ছে বলে অভিযোগ । তিন হাজার টাকা থেকে প্রায় 7-8 হাজার টাকা পর্যন্ত খরচ করা হয় এই বিকট শব্দ যুক্ত সাইলেন্সার পাইপগুলি লাগাতে ।
এই ধরনের বিকট শব্দ করে আধুনিক প্রজন্মের এই বাইক চালকরা একটা অন্য আনন্দ খুঁজে পাচ্ছে । শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বিকট শব্দ যুক্ত এই বাইকগুলি । কমিশনারের নির্দেশে এবার শুরু হল এই ধরনের বাইক ধরপাকড় । দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে এইরকম পাঁচটি বাইক বাজেয়াপ্ত করেছে । স্টিল টাউনশিপের বিভিন্ন জায়গা থেকে বাইক গুলো ধরা হয়েছে । পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন মোতাবেক এগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গৃহীত হবে বলে জানানো হয়েছে । সরু পাইপ দিয়ে তৈরি করা হয়েছে সাইলেন্সাগুলি ৷ কোন কোন সাইলেন্সার দিয়ে আবার দেখা যাচ্ছে আগুনের ফুলকি বেরোতে (Roaming in city with loud noises)।