পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police detain A Young Man: নাবালিকাকে বিয়ে করতে গিয়ে আটক যুবক - নাবালিকাকে গিয়ে করতে গিয়ে আটক যুবক

বর্ধমানে পুলিশি তৎপরতায় ভেস্তে গেল নবালিকার বিয়ে (Police detain A Young Man)৷ পুলিশের হাতে আটক যুবক ৷

Police Arrest A Young Man
নাবালিকাকে বিয়ে করতে গিয়ে আটক যুবক

By

Published : Apr 23, 2022, 10:04 AM IST

বর্ধমান, 23 এপ্রিল: কনের বয়স 18 পেরোয়নি এখনও তার আগেই বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল ৷ শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় ভেস্তে গেল নাবালিকার বিয়ে ৷ বর্ধমানের শক্তিগড়ের বড়শুলের কুমিরকোলার ঘটনা (Police detain A Young Man) ৷ পাত্র বিশ্বনাথ বিশ্বাসকে আটক করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, পাত্র বিশ্বনাথ বিশ্বাস এবং পাত্রী দু’জনেই বর্ধমান 2নং ব্লকের নান্দুর এলাকার বাসিন্দা ৷ বিয়ের তোড়জোর আগে থেকেই ছিল ৷ সেই মতোই শুক্রবার সময়মতো বিয়ে করতে পাত্র বিশ্বনাথ বিশ্বাস কালী মন্দিরে পৌঁছয় । এদিকে গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ চাইল্ড লাইনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয় । প্রসাশনের তরফে বন্ধ করে দেওয়া হয় নাবালিকার বিয়ে ।

আরও পড়ুন :বিয়ে করতে নারাজ যুবক, আত্মঘাতী নাবালিকা

এই প্রসঙ্গেই জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ ও প্রশাসন বারবার করে জনগণকে সচেতন করছে বাল্যবিবাহ বন্ধ করার জন্য । কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে লুকিয়ে অনেকেই নাবালিকাকে বিয়ে করতে যাচ্ছে । বিষয়টি নিয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে । এই ধরনের খবর পেলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়াও হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details