রানিগঞ্জ ,29 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে রাজ্যে চলছে লকডাউন । তার জেরে বন্ধ সাফাইকাজ । ফলে রাস্তার পাশে উপচে পড়ছে আবর্জনা । আর সেই আবর্জনার গন্ধে তিতিবিরক্ত রানিগঞ্জবাসী ।
রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েত এলাকায় রাস্তার পাশে জমে রয়েছে আবর্জনা । কারণ হিসেবে বলা হচ্ছে, লকডাউন বলে বন্ধ সাফাইয়ের কাজ । অথচ কোরোনা সংক্রমণ ঠেকাতে বার বার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলা হচ্ছে । বিভিন্ন জায়গায় জীবাণুনাশকও স্প্রে কার হচ্ছে । কিন্তু বল্লভপুরে তার চিহ্ন মাত্র নেই । ফলে, সমস্যায় পড়েছেন বল্লভপুরের বাসিন্দারা । আবর্জনার গন্ধে এলাকায় থাকা মুশকিল হচ্ছে তাঁদের । বিষয়টি নিয়ে বল্লভপুর পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি । স্বাভাবিকভাবেই বল্লভপুর পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।