দুর্গাপুর, 1 মে: দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হল অক্সিজেন এক্সপ্রেস । দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে 20 মেট্রিক টনের ছ'টি কন্টেনার সড়ক পথে দুর্গাপুরের সগড়ভাঙা জোনাল সেন্টারের রেল মন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে এসে পৌঁছয় । এখান থেকে শনিবার রেলপথে দিল্লি যাবে এই ‘অক্সিজেন এক্সপ্রেস’ ।
কয়েকদিন আগে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া বা সেইল-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন । মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে বলেছিলেন, কেন্দ্রীয় সংস্থা সেইল রাজ্যের মানুষকে অক্সিজেন না দিয়ে ভিন রাজ্যে অক্সিজেন পাচার করছে । ঠিক তার কয়েক দিনে পরই দুর্গাপুর থেকে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস ।