পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস - SAIL

শনিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4 লক্ষ পেরিয়েছে ৷ এদিনই দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে 20 মেট্রিক টনের ছ'টি কন্টেনার অক্সিজেন নিয়ে রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওনা হল ৷

দুর্গাপুর থেকে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস
দুর্গাপুর থেকে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস

By

Published : May 1, 2021, 3:46 PM IST

দুর্গাপুর, 1 মে: দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হল অক্সিজেন এক্সপ্রেস । দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে 20 মেট্রিক টনের ছ'টি কন্টেনার সড়ক পথে দুর্গাপুরের সগড়ভাঙা জোনাল সেন্টারের রেল মন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে এসে পৌঁছয় । এখান থেকে শনিবার রেলপথে দিল্লি যাবে এই ‘অক্সিজেন এক্সপ্রেস’ ।

কয়েকদিন আগে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া বা সেইল-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন । মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে বলেছিলেন, কেন্দ্রীয় সংস্থা সেইল রাজ্যের মানুষকে অক্সিজেন না দিয়ে ভিন রাজ্যে অক্সিজেন পাচার করছে । ঠিক তার কয়েক দিনে পরই দুর্গাপুর থেকে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস ।

শনিবার দুর্গাপুর থেকে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস ৷

গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 4 লক্ষ 1 হাজার 993 জন । এই প্রথমবার একদিনে সংক্রমণ 4 লক্ষ ছাড়াল ৷ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 91 হাজার 64 হাজার 969 । মোট মৃত্যু হয়েছে 2 লাখ 11 হাজার 853 জনের । দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 32 লাখ 68 হাজার 228 ৷

আরও পড়ুন: দেশে প্রথমবার 4 লাখ পেরোলো দৈনিক সংক্রমণ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details