পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত ভিনরাজ্য ফেরত যুবক - দুর্গাপুর

কোরোনায় আক্রান্ত ভিনরাজ্য থেকে দুর্গাপুরে ফেরা এক যুবক ৷ এই নিয়ে গত চারদিনে দুর্গাপুরে আট কোরোনা আক্রান্তের হদিস মিলল ৷

Durgapur
সনকা হাসপাতাল

By

Published : Jun 17, 2020, 10:56 PM IST

দুর্গাপুর, 17 জুন : দুর্গাপুরে আরও এক কোরোনা আক্রান্তের হদিস ৷ সোমবারই তিনি ভিনরাজ্য থেকে ফিরেছেন ৷ আজ তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভি পাওয়া যায় ৷

কোরোনায় আক্রান্ত ওই যুবক দুর্গাপুর থানা এলাকার বাসিন্দা ৷ সোমবার তিনি ভিনরাজ্য থেকে ফেরেন ৷ গতকাল তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ আজ সেই নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ৷ তাতেই দেখা যায়, ওই যুবক কোরোনায় আক্রান্ত ৷

বর্তমানে ওই যুবককে মলানদিঘিতে দ্য রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পাশাপাশি তাঁর পরিবারের সাত সদস্যকে আপাতত হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ৷ এই নিয়ে গত চারদিনে দুর্গাপুরে আটজন কোরোনা আক্রান্তের হদিস মিলল ৷

ABOUT THE AUTHOR

...view details