দুর্গাপুর , 8 মে : কাঁকসার বিভিন্ন এলাকায় লকডাউনের জেরে আটকে থাকা বিহারের বাসিন্দা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য মিলে 150 জনকে প্রশাসনিক উদ্যোগে গতকাল বিহারে পাঠিয়ে দেওয়া হল । কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে সবাইকে বিদায় অভ্যর্থনার সঙ্গে খাবারের প্যাকেট,জল উপহার দিলেন থানার ইনস্পেক্টর ইনচার্জ অর্ণব গুহ।
কাঁকসা থানা এলাকার গোপালপুর,বামুনাড়া, E P I P সহ বিভিন্ন শিল্প তালুকের বহু বেসরকারি কলকারখানায় কাজ করেন বিহার, ঝাড়খণ্ড রাজ্যের বহু শ্রমিক । তাঁরা দীর্ঘদিন কাজ করার সুবাদে এই এলাকাতেই বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে বসবাস করেন । লকডাউনের কারণে বেসরকারি কারখানাগুলো বন্ধ । শ্রমিকরা কর্মচ্যুত হয়ে গৃহবন্দী অবস্থায় কাটাচ্ছিলেন । নিজেদের পুঁজির টাকা প্রায় শেষ হয়ে আসছিল । দিশেহারা এই শ্রমিক ও তাঁদের পরিবারবর্গ লকডাউনের কারণে বাড়িতেও যেতে পারছিলেন না ।
বাংলা থেকে বিহারে ফিরলেন পরিযায়ী শ্রমিক-সহ 150 জন - kaksa
কাঁকসার বিভিন্ন এলাকায় লকডাউনের জেরে আটকে থাকা বিহারের বাসিন্দা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য মিলে 150 জনকে প্রশাসনিক উদ্যোগে গতকাল বিহারে পাঠিয়ে দেওয়া হল
অবশেষে রাজ্য সরকারের নির্দেশে ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল রাতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে এই 150 জনকে নিয়ে যাওয়া হয় বিহারে । এই শ্রমিকেরা ও তাঁদের পরিবারবর্গ প্রায় সবাই বিহারের বাসিন্দা । বাসে ওঠার আগে কাঁকসা থানার IC তাঁদের হাতে খাবারের প্যাকেট ও জলের বোতল তুলে দেন । সবার সুস্থতা কামনা করেন এই পুলিশ আধিকারিক ।
সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই সব শ্রমিকরা বাড়ি ফিরে গেলেন । আপাতত তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে তাঁদের জেলায় এবং তারপরেই তাঁরা বাড়িতে ঢোকার অনুমোদন পাবেন বলেও জানা গেছে ।