আসানসোল, ৮ ফেব্রুয়ারি : ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। আরও দু'জন যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি পুরোনো GT রোডে মেইনধেমো এলাকার। ঘটনাস্থানে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কা, মৃত যুবক - west burdwan
পুরোনো GT রোডের মেইনধেমো এলাকায় ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। আহত আরও দু'জন। সিনেমা দেখে ফেরার পথে এই দুর্ঘটনা।
মৃত যুবকের নাম বিশাল কুমার গুপ্ত। গতকাল গভীর রাতে সিনেমা দেখতে গেছিলেন তিন বন্ধু বিশাল, অমিত ও দিওয়ানা। কুলটির রাধানগর এলাকা থেকে আসানসোলের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে একটি বাইকেই তিনজন মিলে গেছিল। সিনেমা দেখে ফেরার সময় মেইনধেমো এলাকায় একটি ডাম্পারের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই বিশালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু'জনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দু'জনেরই অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ডাম্পারটির সন্ধান চালাচ্ছে।