পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর - দুর্গাপুর

ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু রাজ্যে । মৃতের নাম নীলাঞ্জনা গায়েন । গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার ।

death

By

Published : Sep 9, 2019, 7:24 PM IST

Updated : Sep 9, 2019, 7:36 PM IST

দুর্গাপুর, 9 সেপ্টেম্বর : রাজ্যে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল । মৃতের নাম নীলাঞ্জনা গায়েন । 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল সে । আর গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার ।

দুর্গাপুরের কোকওভেন থানার DTPS কলোনির বাসিন্দা নীলাঞ্জনা গায়েন 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল । পরিবারের সদস্যরা তাকে প্রথমে DVC হাসপাতালে ভরতি করেন । তারপর তাকে দুর্গাপুরের ESI হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু, নীলাঞ্জনার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় তাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবুও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় তাকে ফের দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এরপর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তার ।

শুনুন বক্তব্য

নীলাঞ্জনার পরিবারের বক্তব্য, ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে তাদের মেয়ের । জানায়, রাজবাঁধের বেসরকারি হাসপাতালে নীলাঞ্জনার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির কথাই উল্লেখ ছিল । একই কথা বলছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস । বলেন, ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে নীলাঞ্জনার ৷ এছাড়াও এক শিশুসহ মোট 3 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন তিনি ।

তবে দুর্গাপুর পৌরসভার তরফে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যার কোনও হিসাব এখনও দেওয়া হয়নি । ডেঙ্গি দমনে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে । ডেঙ্গির মশার লার্ভা নষ্ট করতে দুর্গাপুর পৌরসভার ৪৩টি ওয়ার্ডে ছাড়া হয়েছে গাপ্পি মাছ ।

Last Updated : Sep 9, 2019, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details