দুর্গাপুর, 9 সেপ্টেম্বর : রাজ্যে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল । মৃতের নাম নীলাঞ্জনা গায়েন । 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল সে । আর গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার ।
দুর্গাপুরের কোকওভেন থানার DTPS কলোনির বাসিন্দা নীলাঞ্জনা গায়েন 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল । পরিবারের সদস্যরা তাকে প্রথমে DVC হাসপাতালে ভরতি করেন । তারপর তাকে দুর্গাপুরের ESI হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু, নীলাঞ্জনার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় তাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবুও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় তাকে ফের দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এরপর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তার ।