দুর্গাপুর , 8 অগাস্ট : দুর্গাপুরে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার । এর আগে কোরোনায় আক্রান্ত হয়ে 63 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল । এরপর গতকাল 38 বছরের ওই মহিলার মৃত্যু হয় ।
দুর্গাপুরে কোরোনা আক্রান্ত মহিলার মৃত্যু
কয়েকদিন ধরে জ্বর , সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই মহিলা । তাঁর লালারস পরীক্ষা করানো হয় । গত 2 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।
দুর্গাপুর থানা এলাকার বেনাচিতির বাসিন্দা ওই মহিলা । তিনি জ্বর , সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন । তাঁর লালারস পরীক্ষা করানো হয় । গত 2 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে কাঁকসার মলানদিঘিতে সনকা হাসপাতালে ভরতি করা হয় । এরপর গতকাল রাত প্রায় সাড়ে আটটা নাগাদ সনকা হাসপাতালে তাঁর মৃত্যু হয় । ওই মহিলার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকেরা তিনটি কারণ দেখিয়েছেন । এক সেপটিক শক , দুই COVID-19 নিউমোনিয়া এবং টাইপ 2 ডায়াবেটিক।
দুর্গাপুর শহরজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাব স্পষ্ট । বাজার-হাট খোলা মাত্রই ভিড় উপচে পড়ছে । অনেকেই সামাজিক দূরত্ব মানছেন না । প্রশাসনের পক্ষ থেকে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে ।