পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেলেনি মৃত ব্যবসায়ীর পরিবারের খোঁজ, চিন্তার পারদ বাড়ল আসানসোল পুলিশের - ভুয়ো আধার কার্ড

মঙ্গলবার রাতে আসানসোল বাজারের মৌসুমী হোটেলে উদ্ধার হওয়া মৃত ব্যবসায়ীর পরিবারের খোঁজ পেল না পুলিশ । হোটেলে দেওয়া তাঁর আধার কার্ড ভুয়ো কি না তা নিয়েও উঠেছে প্রশ্ন ।

no trace of family of dead businessman
মেলেনি মৃত ব্যবসায়ীর পরিবারের খোঁজ

By

Published : Feb 18, 2021, 11:05 AM IST

আসানসোল, 18 ফেব্রুয়ারি : মঙ্গলবার রাতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল আসানসোল বাজার এলাকায় । হোটেলে দেওয়া আধার কার্ডের ভিত্তিতে জানা গিয়েছিল ওই ব্যাক্তির নাম সন্তোষ কুমার। তাঁর বাড়ি বিহারের পটনায় । কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেও ওই ব্যাক্তির পরিবারের হদিস পায়নি । এমনকী আধার কার্ডেও যে ঠিকানা দেওয়া আছে, সেখানেও ওই নামে কাউকেই চেনেন না বাসিন্দারা । স্বভাবতই রহস্য ঘনীভূত হয়েছে ।

মঙ্গলবার রাতে আসানসোল বাজারের মৌসুমী নামে একটি হোটেলের রুম থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় । গত 2 ফেব্রুয়ারি থেকে আসানসোলের ওই হোটেলে থাকছিলেন তিনি । হোটেল সূত্রে খবর, ব্যবসায়িক কাজে ওই ব্যক্তি আসানসোলে এসেছিলেন । মঙ্গলবার সকাল থেকে ওই ব্যক্তি যে রুমে ছিলেন তা ভিতর থেকে বন্ধ ছিল । সন্ধ্যা পর্যন্ত দরজ না খোলায় সন্দেহ হয় হোটেলের কর্মীদের । এরপর হোটেল কর্তৃপক্ষ আসানসোল দক্ষিণ থানায় খবর দেয় । পুলিশ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন না হওয়ায় মৃতদেহ এখনও আসানসোল জেলা হাসপাতালের মর্গে রয়েছে ।

আরও পড়ুন : আসানসোলের হোটেলে পাটনার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

তবে ওই ব্যক্তির কোনও ব্যাবসায়িক সূত্র খুঁজে পায়নি পুলিশ । এতদিন ধরে তবে কেন ওই ব্যক্তি আসানসোলে থাকছিলেন, এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ । পাশাপাশি তাঁর আধারকার্ডে ব্যবহৃত ঠিকানা ভুল কেন তা নিয়েও রহস্য ঘনীভুত হয়েছে । আধারকার্ডটি ভুয়ো কি না তা তদন্ত করছে পুলিশ । ওই ব্যক্তির মোবাইলের কল লিস্ট ও লোকেশন ট্র‍্যাক ক'রে তার সঠিক পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details