আসানসোল, 28 এপ্রিল : প্রাপ্য টাকা না দেওয়ায় আসানসোলের ঊষাগ্রাম স্কুলের DCRC - তে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা । ভোটের কাজ করার জন্য ভোটকর্মীদের সরকারের তরফ থেকে কিছু টাকা ভাতা হিসেবে দেওয়া হয় । অভিযোগ, তিন দফা ভোট হয়ে যাওয়ার পরও ভাতা পাননি ভোটকর্মীরা । তাই আজ সকাল থেকে DCRC -তে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । তাঁদের দাবি, "নো পে নো ওয়ার্ক ।"
"নো পে নো ওয়ার্ক", আসানসোলে ভোটকর্মীদের বিক্ষোভ - voteworkers
প্রাপ্য টাকা না পাওয়ায় বিক্ষোভ ভোটকর্মীদের। আসানসোলের ঊষাগ্রাম স্কুলের DCRC-র ঘটনা।
আসানসোলের ধাদকা পলিটেকনিক এবং ঊষাগ্রাম বিদ্যালয়ে DCRC সেন্টার তৈরি করা হয়েছে। আজ সকালে সেখানে ভোটকর্মী বিক্ষোভ দেখান। VVPAT ও ভোটের অন্য সামগ্রী দেওয়ার কাজ শুরু হওয়ার সময়ই বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটকর্মীরা । তাঁদের দাবি, প্রায় ৪০ শতাংশ ভোটকর্মীরা প্রাপ্য টাকা এখনও পাননি । এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির দিকেই আঙুল তুলেছেন ভোটকর্মীরা । তাঁদের প্রশ্ন, "ভোটের সমস্ত কাজ সময়মাফিক হলেও ভোটকর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে এত গাফিলতি বা বিলম্ব কীসের?"
আজ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষোভ চলে ভোটকর্মীদের । ভোটকর্মীদের দাবি, লিখিত আশ্বাস ছাড়া তাঁরা বুথে যাবেন না । পরে কর্তৃপক্ষ আশ্বাস দেয়, তিনদিনের মধ্যে প্রাপ্য টাকা ভোটকর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপর বিক্ষোভ তুলে নেওয়া হয়।
অন্যদিকে, প্রশাসনিক আধিকারিকদের দাবি বেশির ভাগ ভোটকর্মী ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ভুল দিয়েছেন । কয়েকজন IFSC কোড দেননি। সেই কারণে টাকা দিতে সমস্যা হয়েছে ।