দুর্গাপুর, 3 ডিসেম্বর: ঝাঁ-চকচকে শহর দুর্গাপুর একসময় স্মার্টসিটি প্রতিযোগিতার দৌড়ে ছিল ৷ যে শহরে শপিংমল, বহুতল আবাসন, বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল, এমনকি অসংখ্য কলকারখানা রয়েছে ৷ কিন্তু, এই দুর্গাপুর পৌরনিগমের মধ্যেই একটা অংশ রয়েছে, যেখানে উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়া পৌঁছায়নি ৷ পৌরনিগমের অংশ হয়েও বিছিন্ন দ্বীপের মতো পড়ে 25 নম্বর ওয়ার্ডের মোজরাকোঁন্দা আদিবাসী পাড়া (Mojrakonda Tribal Area of Durgapur Corporation) ৷ সেখানে যেদিকেই তাকানো যায়, শুধুই নেই আর নেই এর অভিযোগ ৷ পানীয় জল, রাস্তার আলো, বিদ্যুৎ পরিষেবা, নিকাশি, শৌচালয় এবং স্কুল ৷ সাধারণ এই নাগরিক পরিষেবাগুলি পান না, এই এলাকার 50টি পরিবার (No Basic Development in Mojrakonda Tribal Area) ৷
সম্প্রতি দুর্গাপুর পৌরনিগমের প্রশাসক কমিটির তরফে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হয় 25 নম্বর ওয়ার্ডে ৷ সেই দুয়ারে সরকার আয়োজন করতে গিয়ে পৌরনিগমের প্রতিনিধি দলের নজরে আসে মোজরাকোঁন্দা আদিবাসী পাড়ার বেহাল দশা ৷ সেই দলই পৌরনিগমের প্রশাসক বোর্ডে চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়কে পুরো বিষয়টি জানান ৷ সেই খবর পেয়ে সম্প্রতি দুর্গাপুর পৌরনিগমের 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহাকে নিয়ে সরেজমিনে মোজরাকোঁন্দা আদিবাসী পাড়া ঘুরে দেখেন প্রশাসক বোর্ডে চেয়ারপার্সন ৷