পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিল্পীদের দাবিপূরণ, আসানসোলে উদ্বোধন আর্ট গ্যালারির - আসানসোল পৌরনিগম

পৌরনিগমের উদ্যোগে আসানসোলের BNR মোড়ে স্টেট ব্যাঙ্কের উলটোদিকে একটি আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে । এখানে চিত্রপ্রদর্শনী ছাড়াও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে লাগানো হবে এই আর্ট গ্যালারিটি, এমনই জানান জিতেন্দ্র তেওয়ারি ।

inauguration of art gallery in asansol
আসানসোলে উদ্বোধন আর্ট গ্যালারির

By

Published : Nov 14, 2020, 12:52 PM IST

আসানসোল, 14 নভেম্বর : দীর্ঘ কয়েক দশক ধরে আসানসোলের চিত্রশিল্পীদের দাবি ছিল একটি আর্ট গ্যালারির । তৎকালীন বিধায়ক থেকে শুরু করে সাংসদ, প্রশাসন সব মহলে আর্জি জানালেও কোনও লাভ হয়নি । এই প্রথমবার আসানসোলে একটি আর্ট গ্যালারি পেলেন চিত্রশিল্পীরা । গতকাল বিকেলে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বিদ্যাসাগর আর্ট গ্যালারির উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন আসানসোলের সমস্ত শিল্পী এবং শিল্পপ্রেমীরা ।

পৌরনিগমের উদ্যোগে আসানসোলের BNR মোড়ে স্টেট ব্যাঙ্কের উলটোদিকে একটি আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে । এখানে চিত্রপ্রদর্শনী ছাড়াও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে লাগানো হবে এই আর্ট গ্যালারিটি, এমনই জানান জিতেন্দ্র তেওয়ারি ।

তিনি আরও বলেন, "আগামী এক বছরের জন্য এই আর্ট গ্যালারিতে ছবি প্রদর্শনীর আয়োজন করলে ভাড়া দিতে হবে না । পরবর্তীকালে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হবে ।" উদ্বোধন উপলক্ষে চারদিন ধরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । তাতে আসানসোলের সমস্ত বিশিষ্ট শিল্পীর ছবি প্রদর্শিত হবে ।

বিশিষ্ট চিত্রকর নীলোৎপল ভট্টাচার্য জানালেন "দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দাবি জানিয়ে আসছিলাম । কিন্তু কেউ আমাদের কথা শোনেনি । প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি এই আর্ট গ্যালারি করে দেওয়াই আমরা তাঁর কাছে চিরঋণী হয়ে থাকলাম ।"

আসানসোলে উদ্বোধন আর্ট গ্যালারির

তবে পরিকাঠামোগত বেশকিছু পরিবর্তনের কথা জানিয়েছেন আসানসোলের শিল্পীরা । জিতেন্দ্র তিওয়ারি জানান, তেমন কোনও সঠিক উপদেশ পেলে আমরা আমাদের সাধ্যমতো তা করার চেষ্টা করব ।

ABOUT THE AUTHOR

...view details