পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনার দোকানে ডাকাতি, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মাস্টারমাইন্ড

আসানসোলে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ ৷ ঘটনার সঙ্গে জড়িত মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ছবি
ছবি

By

Published : Mar 16, 2020, 7:10 PM IST

Updated : Mar 16, 2020, 9:19 PM IST

আসানসোল, 16 মার্চ : আসানসোলে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই ডাকাতি কান্ডের মাস্টারমাইন্ড ওমপ্রকাশ প্রসাদ ওরফে গুড্ডুকে গ্রেপ্তার করেছে । এছাড়াও এই ঘটনায় দীপক সিং এবং ডাবলু সিং নামে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । তিনজনকেই ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় ।

গত 19 ফেব্রুয়ারি আসানসোল দক্ষিণ থানার ভাঙা প্রাচীর এলাকায় GT রোডের উপরেই গণপতি জুয়েলার্স নামে সোনার দোকানে ডাকাতি হয় । ভর সন্ধ্যায় বন্দুক দেখিয়ে ৫ যুবক প্রায় এক কোটি টাকার সোনা, হিরের গয়না নিয়ে পালিয়ে যায় । ঘটনার তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । তাঁরা ঝাড়খণ্ড, বিহার থেকে বেশ কয়েকটি সূত্র পেয়ে নিশ্চিত হয় দুষ্কৃতীরা ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছে । সেই মত ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । এরপর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় এই ঘটনার মূল তিন চক্রীকে । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) সায়ক দাস জানিয়েছেন "এই ডাকাতি কান্ডের মাস্টারমাইন্ড ওমপ্রকাশ প্রসাদ ওরফে গুড্ডু কে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি অন্য আরেকটি অপারেশনে দীপক সিং এবং ডাবলু সিংকে ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে । তিনজনকেই ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হয়েছে । এরপর TI প্যারেড করা হবে । TI প্যারেডে অভিযুক্তদের দোকানি চিনে ফেললেই তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ ।

পুলিশের দাবি এই তিনজনই ঘটনার সঙ্গে যুক্ত । তবে চুরি যাওয়া জিনিসপত্র কিছু উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানাতে চাইছে না পুলিশ । পুলিশ শুধু বলছে, এরা কুখ্যাত আন্তঃরাজ্য দুষ্কৃতী । অনেক অভিযোগ রয়েছে এই গুড্ডুর বিরুদ্ধে । ঘটনার দিন একাধিক অপরাধমূলক কাজে তিনজন লিপ্ত হয়েছিল বলেও পুলিশের অনুমান । সেদিন শুধু আসানসোলেই নয়, অন্য কোনো জায়গাতেও একইভাবে ডাকাতির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা বলে অনুমান করছে পুলিশ । সেই কারণেই অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ ।

Last Updated : Mar 16, 2020, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details