আসানসোল, 29 এপ্রিল : ভোটদান কক্ষে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের পোলিং এজেন্ট । কোথায় ভোট দিতে হবে ভোটারদের বলে দিচ্ছেন তিনি । সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ।
এখানে ভোট দিন, দেখিয়ে দিচ্ছেন তৃণমূলের পোলিং এজেন্ট : ভিডিয়ো - loksabha election
ভোটদান কক্ষে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি । কোথায় ভোট দিতে হবে ভোটারদের বলে দিচ্ছেন তিনি ।
আসানসোল লোকসভা কেন্দ্রের 137 নম্বর বুথে সুবোল রুইদাস নামে তৃণমূলের ওই এজেন্টকে ভোটদান কক্ষের ভিতরে ঢুকে ভোটারদের নির্দেশ দিতে দেখা যায় । এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি । এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পুরোটাই পরিকল্পিত চক্রান্ত । বিরোধীদেরও এখানে পোলিং এজেন্ট রয়েছে । সুতরাং তারা তাহলে বুঝেই বাধা দিতে পারত । আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে চাইছে ।"
এই বিষয়ে দুর্গাপুর-ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, "এটা পুরোনো কোনও ছবি হবে । এখনকার কোনও ঘটনা নয় । বিরোধীরা এসব চক্রান্ত করছে কারণ তাদের পায়ের তলার মাটি সরে গেছে । বিরোধীরা বুঝে গেছে যে তাদের পরাজয় নিশ্চিত আর এটা জেনেই এখন এই ধরনের অভিযোগ তুলছে ।"