পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Died by Snake Bite: সাপ বাঁচানোর নেশা, বিষধরের ছোবলেই মৃত্যু সর্পপ্রেমীর - গোখরো সাপ

সাপের খোঁজ করেন, সাপ উদ্ধারে ময়দানে নামেন । সাপ উদ্ধার করা তাঁর নেশা । এবার সেই সাপের ছোবলেই মৃত্যু সর্প প্রেমীর । গোখরোর ছোবলে মৃত্য়ু সর্প প্রেমী মনু দে’র ৷ রবিবার আসানসোল এলাকার ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Aug 8, 2023, 7:05 PM IST

আসানসোল, 8 অগস্ট:সাপ ধরা নেশা ৷ শুধু নেশা নয়, সাপকে ভালোবেসেই বাঁচাতেন তিনি, উদ্ধার করতেন ৷ কিন্তু প্রানীটি যে সাপ, একটু অসাবধান হলেই অঘটন,তা বলার অপেক্ষা রাখে না ৷ হলও তাই ৷ বিষাক্ত গোখরো সাপের ছোবলে মৃত্যু হল কুলটির সাপ প্রেমী মনু দে’ র (20) ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোলের মাইথন এলাকায় ৷

রবিবার সন্ধ্যায় মনু খবর পেয়েছিলেন মাইথন এলাকার কল্যাণেশ্বরীতে একটি সাপ বেরিয়েছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তিনি ৷ দেখেন তিনটি স্পেক্টাল কোবরা যা গোখরো সাপ ৷ ৷ যারমধ্যে দুটি ছোট এবং একটি বড় ৷ মনু তিনটি সাপকেই ধরে ফেলেন । দু’টিকে সামনের জঙ্গলে ছেড়ে দেয় এবং বড় গোখরো সাপটিকে সে মাইথনের জঙ্গলে ছাড়ার জন্য নিয়ে যাচ্ছিলেন । তখনই ঘটে অঘটন ৷ সাপটি ছোবল মারে মনুর বাঁ হাতে ৷ তাও জীবন বিপন্ন করে মনু গোখরোটিকে জঙ্গলে ছেড়ে দেন ৷ তারপর নিজেই জড়ি-বুটি দিয়ে চিকিৎসা করে ৷ তাতেও কোনও সুরাহা না হওয়ায় এবং অসুস্থ বোধ করায় আসানসোল হাসপাতালে যান ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই সাপ প্রেমীর ৷ ময়না তদন্তের পর মনুর মৃত দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ৷

আরও পড়ুন :বিশালাকার ময়াল সাপকে উদ্ধার করে তাক লাগালেন অ্যাম্বুলেন্স চালক

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন "রোগীকে অনেক দেরি করে নিয়ে আসা হয়েছে হাসপাতালে । সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম দেওয়া হয় তবেই আহতের বাঁচার আশা থাকে। কিন্তু এ ক্ষেত্রে আমরা সে সুযোগ পাইনি তাই রোগীকে বাঁচানো সম্ভব হয়নি ।" আসানসোলের আরও এক সর্পপ্রেমী সুমিত ভদ্র জানান, যাঁরা সাপ ধরেন তাঁদের নিজেদের ব্য়াপারেও সাবধান থাকা উচিত ৷ সাপ নিয়ে অবহেলা না করাই ভালো । মনুর মৃত্য়ু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যার সাপ ধরেন তাঁদের সাবধান হওয়া উচিত ৷

আরও পড়ুন :পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে সাপের ছোবল, হাসপাতালে ছাত্রী

আসানসোলের কুলটি থানার ডুবুরডিহি নতুন বস্তি এলাকার বাসিন্দা মনু দে । পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই তার সাপ ধরা নেশা ছিল । সাপ ধরার পাশাপাশি মানুষকে সচেতন করতেন সাপ নিয়ে ৷ তাই কুলটি, কল্যাণেশ্বী, মাইথন এলাকার বাসিন্দারা এক ডাকে তাঁকে চিনত ৷ এর আগেও মনুকে চিতি সাপ কামড়ে ছিল। সেই সময়ও মনু জড়ি-বুটির সাহায্যে চিকিৎসা করে বেঁচে গিয়েছিলেন । গত ফেব্রুয়ারি মাসেও মনুকে সাপে কামড়ে ছিল । সেই সময় আসানসোল জেলা হাসপাতালে একদিন ভর্তি ছিলেন মনু । কিন্তু এবার আর বাড়ি ফেরার সুযোগ পেলেন না । সাপঅ কেড়ে নিল সর্প-প্রেমীর মনুর নাম ।

ABOUT THE AUTHOR

...view details