পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Job Promise: সেলে চাকরির নামে প্রতারণায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি, উদ্ধার একাধিক নথি - সেল

রাষ্ট্রায়ত্ত সেলের কারখানায় চাকরির নামে প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার দুর্গাপুরের আকাশ মুখোপাধ্যায় ৷ ওড়িশার পুরী থেকে তাকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ ৷

ETV Bharat
দুর্গাপুরের বাড়িতে তল্লাশি

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 9:05 PM IST

সেলে চাকরির নামে প্রতারণার দায়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি

দুর্গাপুর, 30 অগাস্ট:চাকরির নামে ভিনরাজ্যের যুবকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ধৃত আকাশ মুখোপাধ্যায়ের দুর্গাপুরের বাড়িতে তল্লাশি মহারাষ্ট্র পুলিশের ৷ বুধবার অভিযুক্তকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের পলাশডিহার বাড়িতে তল্লাশি চালায় মহারাষ্ট্র পুলিশ। পাশাপশি সিটি সেন্টারের কমার্শিয়াল মার্কেটের একটি জেরক্সের দোকানেও তল্লাশি চলে ৷

ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক বিজেন্দ্র তুলসী দাস জানান, রাষ্ট্রায়াত্ত সংস্থা সেলে চাকরি দেওয়ার নাম করে 98 লক্ষ 90 হাজার টাকা নিয়েছিল অভিযুক্ত আকাশ মুখোপাধ্যায় ৷ চলতি বছরের এপ্রিল মাসে তাঁর নামে টাকা নেওয়ার অভিযোগ জমা পড়ে মহারাষ্ট্র পুলিশের কাছে । তারপরেই তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশ। পরবর্তীতে পুরী থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিটি সেন্টার ওই জেরক্সের দোকানে বিভিন্ন গোপন কাজ চালাত আকাশ ৷ এই দোকান থেকে একাধিক গোপন নথিও উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ ৷ সেইসমস্ত নথি খতিয়ে দেখে বেশ কিছু সন্দেহজনক তথ্য উঠে আসে ৷ আকাশের বাড়ি থেকেও উদ্ধার হয় গোপন নথি ৷ তল্লাশি চলাকালীন আকাশকে কড়া পাহারায় গাড়ির মধ্যে বসিয়ে রাখা হয়েছিল ৷ তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে মহারাষ্ট্র পুলিশ ৷ তবে অভিযুক্ত এই রাজ্যের কোনও যুবকের সঙ্গে প্রতারণা করেছে কি না, তা এখনও জানা যায়নি ৷ প্রাথমিকভাবে অনুমান, ভিনরাজ্যের যুবকরাই টার্গেট ছিল তার ৷

আরও পড়ুন:একাধিক মহিলাদের প্রতারণার ছক, অভিযুক্তকে গ্রেফতার করল নিউটাউন পুলিশ

উল্লেখ্য, রাষ্ট্রায়াত্ব দুর্গাপুর ইস্পাত কারখানা-সহ বিভিন্ন কারখানায় চাকরি দেওয়ার নামে বহু বেকার যুবকদের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ দীর্ঘদিনের ৷ যদিও অনেকেই এই বিষয়ে এখনও পুলিশের দ্বারস্থ হতে ভয় পাচ্ছেন । বেকার যুবকদের চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে খেলা করছেন একদল অসাধু ব্যক্তি ।

আরও পডু়ন:স্বামীকে পুলিশে ধরেছে, শুনেই প্রতারককে সব গয়না তুলে দিলেন গৃহবধূ

ABOUT THE AUTHOR

...view details