দুর্গাপুর, 26 এপ্রিল : পদযাত্রায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন শয়ে শয়ে মানুষ । সকলেই চাইছেন তাঁকে একটু ছুঁয়ে দেখতে । ভিড়ের চাপে তৃণমূল নেত্রীর সঙ্গে করমর্দন করতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন এক কর্মী । পদযাত্রা থামিয়ে মুহূর্তের মধ্যে তাঁকে তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো । জিজ্ঞাসা করেন, কোথাও লেগেছে আপনার ? মমতার স্পর্শে ওই কর্মী তখন রীতিমতো আপ্লুত । কোনওরকমে বললেন, "না দিদি ঠিক আছি ।"
গতকাল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে পদযাত্রায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্গাপুর ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার হাঁটেন । রাস্তার দু'ধারে তখন অগণিত মানুষ । কখনও নিজেই দাঁড়িয়ে পড়ে মানুষের কথা শুনলেন । কেউ বা নিজের আঁকা ছবি তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ।