পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কোথাও লেগেছে আপনার ?" মমতার প্রশ্নে আপ্লুত তৃণমূল কর্মী - durgapur

দুর্গাপুরে মমতাজ সংঘমিতার সমর্থনে পদযাত্রায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পা পিছলে পড়ে যাওয়া এক কর্মীকে তুলে ধরেন তিনি । জিজ্ঞাসা করেন, কোথাও লেগেছে আপনার ?

পদযাত্রায় মমতা

By

Published : Apr 26, 2019, 8:57 AM IST

Updated : Apr 26, 2019, 10:16 AM IST

দুর্গাপুর, 26 এপ্রিল : পদযাত্রায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন শয়ে শয়ে মানুষ । সকলেই চাইছেন তাঁকে একটু ছুঁয়ে দেখতে । ভিড়ের চাপে তৃণমূল নেত্রীর সঙ্গে করমর্দন করতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন এক কর্মী । পদযাত্রা থামিয়ে মুহূর্তের মধ্যে তাঁকে তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো । জিজ্ঞাসা করেন, কোথাও লেগেছে আপনার ? মমতার স্পর্শে ওই কর্মী তখন রীতিমতো আপ্লুত । কোনওরকমে বললেন, "না দিদি ঠিক আছি ।"

গতকাল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে পদযাত্রায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্গাপুর ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার হাঁটেন । রাস্তার দু'ধারে তখন অগণিত মানুষ । কখনও নিজেই দাঁড়িয়ে পড়ে মানুষের কথা শুনলেন । কেউ বা নিজের আঁকা ছবি তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ।

ভিডিয়োয় শুনুন বিশ্বনাথ পাড়িয়ালের বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে রাস্তায় নো-এন্ট্রি করে দেওয়া হয় । নিরাপত্তা বেষ্টনী ছিল চোখে পড়ার মত । পদযাত্রা চলাকালীন তাঁর সঙ্গে করমর্দন করতে গিয়ে পড়ে যান এক দলীয় কর্মী । তাঁকে তুলে ধরেন তৃণমূল নেত্রী ।

স্থানীয় বাসিন্দা কাকলি দেব বলেন, "কোনওদিন দুর্গাপুরে কোনও মুখ্যমন্ত্রীকে এভাবে হাঁটতে দেখিনি । দিদি আজ হাঁটবেন শুনে এই গরমেও এসেছি । দিদিকে এত কাছ থেকে প্রথম দেখলাম । দারুণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি ।"

Last Updated : Apr 26, 2019, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details