দুর্গাপুর, 21 মে : "এতটা আশা করিনি । তবে এই ফলের পর চাপ অনেকটাই বাড়ল । আরও ভালো করে পড়াশোনা করতে হবে । আমি ডাক্তার হতে চাই ।" বলল এবারের মাধ্যমিকে দশম স্থানাধিকারী সায়ন্তিকার রায় । সে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার পানাগড় সুভাষ পল্লির বাসিন্দা । 681 নম্বর পেয়ে দশম হয়েছে সে । পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ স্কুল থেকে পড়াশোনা । ভবিষ্যতে পড়তে চায় বিজ্ঞান নিয়ে । তার এই ফলে খুশি বাড়ির সকলেই ।
ডাক্তার হতে চাই, বলল দশম স্থানাধিকারী সায়ন্তিকা - sayantika
সায়ন্তিকা বলেন, এতটা ভালো ফল আশা করিনি । রাতের দিকে বেশি পড়াশোনা করতাম । সিলেবাস সংক্রান্ত পাঠ্যবই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে গল্পের বই পড়াই পছন্দ সায়ন্তিকার ।
সায়ন্তিকা রায়
ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে সায়ন্তিকা ও তার পরিবার । ETV ভারতকে সে বলে, এতটা ভালো ফল আশা করিনি । সিলেবাস সংক্রান্ত পাঠ্যবই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে গল্পের বই পড়াই পছন্দ তার । পড়াশোনার পাশাপাশি নাচ, গান,ছবি আঁকা, আবৃত্তি করতে ভালোবাসে সায়ন্তিকা ।
তার বাবা বেসরকারি সংস্থায় কর্মরত । মা গৃহবধূ । সায়ন্তিকা বলে, পরিবার, স্কুল সবার থেকেই সাহায্য পেয়েছি । তিনজন প্রাইভেট টিউটর ছিল । তাঁরাও যথাযথ সাহায্য করেছেন ।