পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেনারস থেকে রিকশা চালিয়ে বাড়ির পথে হাওড়ার বাসিন্দা - হাওড়া

হাওড়ার বালির বাসিন্দা কিশোর সাউ 30 বছর ধরে পেশার কারণে বেনারসে থাকেন। সেখানে তিনি রিকশা চালান। লকডাউনের জেরে টান পড়ে রুজি-রুটিতে ৷ বাড়ি ফিরতে রিকশা চালিয়ে বেনারস থেকে হাওড়ায় আসেন ৷

asansol
আসানসোল

By

Published : May 6, 2020, 7:24 PM IST

Updated : May 7, 2020, 12:14 PM IST

আসানসোল, 6 মে: কোরোনার আতঙ্কে লকডাউন। সেই কারণে রুজি-রুটিতে টান পড়েছে অনেকেরই । বেনারসের রিকশাচালক কিশোর সাউ ঠিক করেছিলেন নিজের বাড়িতেই ফিরে যাবে। উপায়ন্তর না দেখে রিকশা নিয়ে বেনারস থেকে হাওড়ায় নিজের বাড়ির উদ্দেশে পাড়ি দেন তিনি । কিন্তু আটকে গিয়েছিলেন বাংলা- ঝাড়খণ্ড সীমান্তে । প্রায় এক মাস সীমান্তে আটকে থাকার পর আজ বাড়ি যাওয়ার ছাড়পত্র পেলেন কিশোর সাউ ৷

হাওড়ার বালির বাসিন্দা কিশোর সাউ। গত 30 বছর ধরে পেশার কারণে বেনারসে থাকেন। সেখানে তিনি রিকশা চালান। হঠাৎই দেশজুড়ে যখন কোরোনার আতঙ্ক ছড়িয়ে পড়ল। লকডাউন ঘোষণা করল কেন্দ্র সরকার আর তারপর থেকেই রিকশা চালানো বন্ধ হয়ে যায় কিশোর সাউয়ের। রুজি-রুটিতে টান পড়ে। কী করবে ভেবে উঠতে পারেনি। উপায়ান্তর না দেখে নিজের বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন কিশোর সাউ।

28 মার্চ বেনারস থেকে রিকশা নিয়ে পাড়ি দেযন কিশোর। নিজের সংসারের সব জিনিস পত্র রিকশায় চাপিয়ে বেনারস থেকে যাত্রা শুরু করে। 10 দিন টানা রিকশা চালিয়ে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পৌঁছান তিনি । কিন্তু নিয়মের কারণে রাজ্যে প্রবেশের অনুমতি পাননি তিনি। আটকে পড়েন সীমান্তে। প্রায় এক মাস পর কিশোর সাউ এই রাজ্যে ঢোকার অনুমতি পান ।

সীমান্তে হেলথ স্ক্রিনিং ক্যাম্পে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর শরীরে কোনও রকমের কোরোনার লক্ষণ দেখতে না পাওয়ায় তাঁকে রাজ্যে প্রবেশের অনুমতি দেয় আসানসোল -দুর্গাপুর পুলিশ। রাজ্যে ঢুকতে পেরে খুশি কিশোর। নিজের সেই রিকশা নিয়েই ডুবুরডি চেকপোস্ট থেকে হাওড়া পাড়ি দেন তিনি।

নিজের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে তিনি জানান, "আগামী দিনে হবে জানিনা । যদি লকডাউন উঠে আবার সবকিছু স্বাভাবিক হয়, তবে হয়তো আবার ফিরে যাব বেনারসে। আর তা না হলে নিজের বাসস্থানের কাছেই রিকশা চালিয়ে উপার্জন করতে পারি ।"

Last Updated : May 7, 2020, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details