দুর্গাপুর ,24 এপ্রিল: লকডাউন চলছে । কিন্তু সকাল থেকেই খনি অঞ্চল, পাণ্ডবেশ্বরের রাস্তায় ভিড় । আর এই লকডাউনেই দেখা গেল পাণ্ডবেশ্বরের বন্ধ থাকা লকগেটকে পাত্তা না দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে অগণিত মানুষ । এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পাণ্ডবেশ্বর রেলগেটে ওভারব্রিজ চাই ।
স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে সাধারণ মানুষকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছে সরকার । কোথাও কোথাও পুলিশ-প্রশাসনকে দেখা যাচ্ছে লকডাউন অমান্যকারীদেরকে কড়া হাতে শায়েস্তা করছে । আবার কোথাও লকডাউন উপেক্ষা করে অনায়াসে ঘুরে বেড়াচ্ছেন আমজনতা । আজ সকালে পাণ্ডবেশ্বর রেলগেট বন্ধ থাকলেও তা উপেক্ষা করেই বহু মানুষ এপার থেকে ওপারে যাচ্ছেন । জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা এইভাবে পারাপার করছেন ।
লকডাউনেও জীবনের ঝুঁকি নিয়ে রেলগেট ভেঙে পারাপার
লকডাউনের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে রেলগেট পারাপার ।
ছবি
বহুবার আবেদন জানানো হয়েছে ওভারব্রিজ নির্মাণের জন্য । কিন্তু আজও সেই ওভারব্রিজ তৈরি হয়নি। যে কারণে ব্যস্ততম এই রাস্তার রেলগেটে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বহু মানুষের পারাপার । যদিও এখন ট্রেন চলাচল করছে না এই রেলপথ দিয়ে । কিন্তু খনি অঞ্চল থেকে কয়লা বোঝাই মালগাড়ি এবং তার ইঞ্জিন প্রায়ই যাতায়াত করছে । আর তার মাঝেই চলছে এই ঝুঁকির যাতায়াত।