আসানসোল, 27 অক্টোবর:হোমের চার দেওয়াল থেকে আকাশপথে ইন্দোর ৷ যা বোধহয় স্বপ্নেও ভাবেনি পারমিতা ৷ কিন্তু সেই না ভাবা স্বপ্নই আজ সত্যি হয়ে গেল সুনীলের হাত ধরে ... কীভাবে ?
একদিন পিতামাতাহীন যে কন্যের ঘর হারিয়ে ঠাঁই হয়েছিল হোমে, এবার তিনিই নিজের ঘর খুঁজে পেলেন(Life Changing Story of a Home Girl in Asansol)৷ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করলেন আসানসোল স্বশক্তি স্বধার গৃহহোমের আবাসিক পারমিতা সিং ।
শুরুটা ছিল এই রকম ...
ইন্দোর নিবাসী যুবক সুনীল মোহ দিন চারেক আগে হোমের মেয়েকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করার পরই আসানসোলের স্বশক্তি হোমের আবাসিক পারমিতার ছবি পাঠানো হয় । তারপরই পছন্দ হয়ে যায় ৷ তারপর শুভদিন দেখে বুধবার কলকাতার নিউটাউনে পারমিতা ও সুনীলের শুভ পরিণয় সম্পন্ন হয় । এরপর বৃহস্পতিবারই দু'জনে আকাশপথে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয়(Human Interest Story of Asansol)।
পরিজনদের সঙ্গে সুনীল-পারমিতা আসানসোল স্বশক্তি স্বধার গৃহের সুপারিন্টেন্ডেন্ট সেরিনা মণ্ডল জানান, বহু বছর আগে গ্রামের মানুষজন কুড়িয়ে পেয়ে ছোট্ট পারমিতাকে পুলিশের হাতে তুলে দিয়ে যায় । সম্ভবত বাবা-মা তাকে ফেলে গিয়েছিল । এরপর শত চেষ্টা করেও খোঁজ মেলেনি পারমিতার বাবা-মার । প্রথমে ছোট্ট পারোর ঠাঁই হয় লিলুয়া হোমে । পরবর্তীতে বর্ধমান হোম । 2016 থেকে পারমিতা আসানসোলে স্বশক্তি স্বধার গৃহহোমে থাকতে শুরু করে ৷ বর্তমানে তার বয়স 21 । স্বাভাবিকভাবেই পারমিতা হয়ত ভেবেই নিয়েছিল যে জীবনের বাকি দিনগুলো হয়ত এইভাবেই কাটবে । কিন্তু হঠাৎ সব কিছু পালটে যায় ইন্দোরের ছেলে সুনীলের মনোভাব জানার পরই ।
সিদুঁর দানের মুহূর্তে পারমিতা ও সুনীল আরও পড়ুন :ভালবাসার কাছে হার মানল বয়স, বৃদ্ধাশ্রমেই বিয়ের ফুল ফুটল সুব্রত-অপর্ণার
অন্যদিকে, আসানসোল রেল ডিভিশনের প্রাক্তন ডিআরএমএসএস গেহলতের ইন্দোরের বাড়িতে প্রায় 15 বছর ধরে কেয়ারটেকারের কাজ করেন সুনীল মোহ । তিনিই ইচ্ছেপ্রকাশ করেন কোনও হোমের অনাথ মেয়েকে বিয়ে করতে চান । সেই মতো রেলের প্রাক্তন ডিআরএম আসানসোলের রেল আধিকারিকদের বিষয়টি জানান । এরপর আসানসোলের টিটিই মলয় মজুমদার ও তাঁর স্ত্রী মিলি মজুমদার সুনীলের ইচ্ছে অনুসারে বিয়ের প্রস্তাব নিয়ে যান আসানসোল স্বশক্তি স্বধার গৃহ হোমের সুপারিন্টেন্ডেন্ট সেরিনা মণ্ডলের কাছে । এরপর পারমিতাকেই যোগ্য পাত্রী বিবেচনা করে তার ছবি সুনীলের কাছে পাঠায় সেরিনা । এদিকে সুনীলের ছবিও দেখানো হয় পারমিতাকে । এরপরই দু'জনের দু'জনকে পছন্দ হয়ে যায় । তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেয় হোম কর্তৃপক্ষ । সেই মতোই বুধবার কলকাতার নিউটাউনে সেই বিয়ে অনুষ্ঠিত হয়েছে । আজই নতুন বৌ নিয়ে বিমানে ইন্দোর ফিরে যাবেন সুনীল ।
এই বিষয়ে সেরিনা মণ্ডল ফোনে ইটিভি ভারতকে বলেন, "সুনীলের মানসিকতা দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম । এমন সৎ ও উদার মানসিকতার ছেলে খুব কম পাওয়া যায়, যে নিজে থেকে হোমের মেয়েকে বিয়ে করতে চায় ।"
খুশি পারমিতাও । সেই ছোট থেকে বিভিন্ন হোমের চার দেওয়ালের ভিতর থাকতে থাকতে সাদা কালো হয়ে উঠেছিল তাঁর জীবন । এবার শুরু নতুনের উদ্দেশ্যে পথ চলা । রঙিন জীবনের আস্বাদে ভালো থাকুক পারমিতা-সুনীল ৷ ইটিভি ভারতের পক্ষ থেকেও তাঁদের দু'জনের জন্য রইল অনেক শুভেচ্ছা ।
আরও পড়ুন :সততার নজির ! বিক্রি হওয়া চালের বস্তায় গয়না পেয়ে গৃহকর্ত্রীকে ফেরালেন আড়তদারের স্ত্রী