আসানসোল, ১৯ মার্চ : নির্বাচনী গান গাওয়ায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় এই অভিযোগ জানানো হয়েছে। সংস্থার সভাপতি গৌরব গুপ্ত এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্রে লেখা হয়েছে, বাবুল সুপ্রিয় ২০১৯-র লোকসভা নির্বাচন উপলক্ষ্যে একটি গান গেয়েছেন। সেই গান সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গানের কথায় বেশ কিছু অপ্রমাণিত অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই গান বিদ্বেষজনক ও হানিকর বলেও অভিযোগপত্রে লেখা হয়েছে। শুধু তাই নয়, গানের মাধ্যমে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ।