পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমবাগান সাফ করে বহুতল নির্মাণের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

আজ সকালে অখিলপুরে এলাকায় জমি মাফিয়ার লোকজনদের আমবাগান কাটতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দারা এবিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা সেখান থেকে পালিয়ে যায় ।

কেটে ফেলা গাছ

By

Published : Jul 24, 2019, 2:45 PM IST

Updated : Jul 24, 2019, 3:20 PM IST

জামুড়িয়া, 24 জুলাই : একদিকে, বিশ্ব উষ্ণায়ন । অন্যদিকে, ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ জল । দেশ ও রাজ্যজুড়ে যেখানে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপনের আন্দোলন শুরু করেছে ঠিক সেই সময়ই আস্ত একটি আমের বাগান কেটে সাফ করে দেওয়া অভিযোগ ।

কেটে ফেলা গাছ


অভিযোগ, বনদপ্তরের অনুমতি ছাড়াই আমের বাগান কেটে সাফ করে বহুতল নির্মাণ করছে জমি মাফিয়ারা । জামুড়িয়া আখলপুর এলাকার ঘটনা ।

আজ সকালে অখিলপুরে এলাকায় জমি মাফিয়ার লোকজনদের আমবাগান কাটতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দারা এবিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা সেখান থেকে পালিয়ে যায় । খবর পয়ে ঘটনাস্থানে যায় জামুড়িয়া থানার পুলিশ । তারা গাছের কাটা অংশগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , তিনদিন ধরে আমবাগানের গাছ কাটছিল জমি মাফিয়রা । আজ রাস্তার ধারে গাছগুলি কাটার সময় বিষয়টি নজর আসে স্থানীয়দের । বাগানের প্রায় 20-25টি আম গাছ সহ অন্য প্রজাতির গাছ তারা কেটে ফেলে বলে অভিযোগ ।

Last Updated : Jul 24, 2019, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details