পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলা কমিটির শিকে না ছিঁড়লেও দলেই থাকছেন জিতেন্দ্র - পশ্চিম বর্ধমান

আজ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নতুন কমিটির সদস্য়দের নাম ঘোষণা করা হয় ৷ জেলা সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্য়ায়কে ৷ কিন্তু জায়গা পাননি জিতেন্দ্র তিওয়ারি ।

jitendra tiwari not get any post
তৃণমূলে গুরুত্ব হারালেন জিতেন্দ্র তেওয়ারি, স্থান পেলেন না জেলার নয়া কমিটিতে

By

Published : Jan 17, 2021, 1:33 PM IST

Updated : Jan 17, 2021, 3:42 PM IST

আসানসোল, 17 জানুয়ারি : পশ্চিম বর্ধমান জেলার সভাপতির পদ ছেড়েছিলেন ৷ ছেড়েছিলেন দলের প্রাথমিক সদস্যপদও । এরপর বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারি জানিয়ে দেন, তিনি তৃণমূলেই আছেন ৷ তবে জেলার নতুন কমিটিতে ঠাঁই হল না তাঁর ৷

আজ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নতুন কমিটির সদস্য়দের নাম ঘোষণা করা হয় ৷ জেলা সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্য়ায়কে ৷ নতুন কমিটিতে কো-অর্ডিনেটর হিসেবে আনা হয়েছে বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্য়ায় এবং ভি শিবদাশন দাশুকে ৷ পাশাপাশি আগের দুই কো-অর্ডিনেটর হরেরাম সিং ও বিশ্বনাথ পাড়িয়ালকেও তাঁদের পদে বহাল রাখা হয়েছে ৷ জেলার চেয়ারম্য়ান হিসেবে থাকছেন মলয় ঘটক ৷ তৃণমূলের মুখপাত্র হিসেবে রয়ে গিয়েছেন তাপস বন্দ্য়োপাধ্য়ায় এবং অশোক রুদ্র ৷

আরও পড়ুন : তৃণমূলের অনুষ্ঠানে নাম বাদ পড়ল জিতেন্দ্র তিওয়ারির

গত বছর 17 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের মুখ্য় প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ ওই দিনই কিছুক্ষণের মধ্য়ে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু, 24 ঘণ্টার মধ্য়েই মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্য়স্থতায় আবারও তৃণমূলে ফিরে আসেন ৷

Last Updated : Jan 17, 2021, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details