পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য গাড়ির ব্যবস্থা জামুড়িয়ার BDO-র - blind student

দৃষ্টিহীন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়লেন জামুড়িয়া ব্লক প্রশাসন।

সুনীল বাউরি

By

Published : Feb 26, 2019, 7:39 PM IST

জামুড়িয়া, ২৬ ফেব্রুয়ারি : দৃষ্টিহীন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল জামুড়িয়ার BDO। আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুনীল বাউরি। সে জন্ম থেকেই দৃষ্টিহীন। জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধসল গ্রামের বাসিন্দা সুনীল। তাদের আর্থিক অবস্থা ভালো নয়। এতদিন তার পরিবার পড়াশোনার খরচ বহন করলেও বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে সুনীলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো তাদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছিল। এরপর ওই ছাত্রের বাবা জামুড়িয়ার BDO অনুপম চক্রবর্তীকে তাঁদের অসহায়তার কথা জানান। ঘটনার কথা শুনে জামুড়িয়ার BDO ওই ছাত্রের পরীক্ষা দিতে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেন। যতদিন পর্যন্ত ওই ছাত্রের পরীক্ষা চলবে ততদিন ওই গাড়িটি তার যাতাযাতের জন্য বরাদ্দ থাকবে বলে জানান তিনি।

ধসল গ্রামের বাসিন্দারা বলেন, সুনীল জন্ম থেকে অন্ধ। তাদের আর্থিক অবস্থা ভালো নয়। যদি জামুড়িয়ার BDO-র সাহায্য না পেত তাহলে সুনীল উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারত না। তাকে পড়াশোনা ছেড়ে দিতে হত।

এই মানবিকতার ফলে এলাকার পড়ুয়াদের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়িয়েছে তুলেছেন জামুড়িয়ার BDO। অন্যদিকে BDO অনুপম চক্রবর্তী বলেন, "একজন পরীক্ষার্থী যদি পরীক্ষা না দিতে পারে তাহলে এর চেয়ে বেশি বড় যন্ত্রণা কিছু হয় না। প্রতিটি মানুষের দায়িত্ব অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো।"

ABOUT THE AUTHOR

...view details