কুলটি, 13 অক্টোবর : আসানসোলের কুলটির বিড়লা পাড়ার বাসিন্দা অমিত যাদব ৷ বাবা ভোলা যাদব ঝালমুড়ি বিক্রেতা ৷ অমিতের লেখাপড়ায় কোনও বাধা পড়েনি তাতে ৷ কিন্তু হঠাৎই বিপর্যয় ৷ 2007 সালের নভেম্বরের একটি দিন বদলে দেয় অমিত যাদবের জীবন ৷ বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে হাতেই বাজি ফেটে যায় ৷ বাজির আগুনে দু'টো চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় অমিতের ৷ জীবনের শুরুতেই একটা বড় ধাক্কা ৷ কিন্তু দৃষ্টিশক্তি হারালেও হার মানতে নারাজ অমিত ৷ বরং সেখান থেকেই জীবনের লড়াই শুরু তার ৷ কঠিন পরিশ্রম আর মনোবলে আজ আন্তর্জাতিক খেতাব জিতেছে সে ৷ আন্তর্জাতিক স্তরে জুডো ও জুজুৎসু প্রতিযোগিতায় সোনা জিতেছে ৷ লক্ষ্য অলিম্পিকে যোগ দেওয়া ৷
অমিত নিজের চেষ্টাতেই আসানসোলের দৃষ্টিহীনদের বিশেষ স্কুল ব্রেইল অ্যাকাডেমিতে ভরতি হন । কিন্তু সেখানে বেশি দূর পড়াশোনা করার উপায় ছিল না ৷ পরে সে নিজেই খোঁজ নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দৃষ্টিহীনদের প্রশিক্ষণ স্কুলে ভর্তি হন । মাধ্যমিক পাশ করে 87% নম্বর নিয়ে । অঙ্কতে 100 পায় অমিত । শুধু তাই নয়, চলে আসে প্রথম সুযোগ ৷ পশ্চিমবঙ্গে প্রথমবার দৃষ্টিহীন ছেলেদের নিয়ে জুডো এবং জুজুৎসুর পরীক্ষামূলক প্রশিক্ষণ শুরু হয় । সেখানেই ঘুরে দাঁড়ানোর সুযোগ মেলে অমিতের । প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই সবাইকে চমকে দেন । এক বছরের মধ্যেই জাতীয় স্তরে রুপো জিতে যায় । তারপর 2018 সালে রাজ্য জুডোতে সোনা জয়লাভ করে সে । পরপর আসতে থাকে সাফল্য । এরপরেই দক্ষিণ এশিয়ায় জুজুৎসু প্রতিযোগিতায় সোনা জয় করে আন্তর্জাতিক খেতাব অর্জন করে অমিত যাদব ।