আসানসোল, 8 মে : গোটা রাজ্য়ের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিম বর্ধমান জেলাতেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ৷ বর্তমানে গোটা জেলায় 6 হাজার 900 জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনে এই জেলায় করোনার সংক্রমণ আরও বাড়বে ৷
এই অবস্থায় হাসপাতালে শয্যা পাওয়া যাচ্ছে না ৷ মৃত্যুর হার বাড়ছে প্রতিদিন ৷ তাই করোনা আক্রান্দের জন্য নতুন হাসপাতাল তৈরি করা ছাড়া আর উপায় নেই ৷ এমন প্রেক্ষাপটে জেলায় কোভিড মোকাবিলায় এগিয়ে এল ইসকো কর্তৃপক্ষ ৷
ইসকো কারখানা কর্তৃপক্ষ এবং পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় 250 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল তৈরি করতে চলেছে ৷