দুর্গাপুর, 18 মে :অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছে আইসিডিএস কর্মীরা ৷ গয়না বন্ধক থেকে শুরু করে সুদে টাকা নিয়ে, এমনকি নিজের ছেলের স্কুলের ভর্তির টাকা পাওনাদারদের মিটিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রকে বাঁচিয়ে রেখেছে । এই ধরনের একাধিক অভিযোগ নিয়ে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিক-এর কাছে বিক্ষোভ দেখায় বুধবার কর্মীরা (ICDS Workers Protested for Arrears in Kanksa)।
আইসিডিএস কর্মীরা দীর্ঘ কয়েক মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের দেওয়া রেশন সামগ্রীর টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন ৷ যার ফলে একেকজন অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে দোকানদার প্রায় 50 হাজার টাকা করে পাবে ৷ আর এই টাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে না পাওয়ার কারণে বাধ্য হয়ে আইসিডিএস কর্মীরা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে চালিয়ে যাচ্ছেন । যা দিনের পর দিন তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না চালানো ৷ ফলে অবিলম্বে বকেয়া টাকার দাবি, এছাড়াও তাদের আরও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিকের কাছে বিক্ষোভ দেখায় কর্মীরা এবং তাঁরা লিখিতভাবেও তাদের দাবি তুলে ধরেন (ICDS workers protested in various demands)।