আসানসোল, 24 মে : মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাকে প্রত্যাখান করলেন আসানসোলের জয়ী BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বললেন, "নিষ্ঠুর মুখ্যমন্ত্রী । গুন্ডাবাহিনী দিয়ে পার্টি চালান । ওর শুভেচ্ছার দরকার নেই ।"
মুখ্যমন্ত্রী নিষ্ঠুর, শুভেচ্ছা চাই না : বাবুল
লাফল সামনে আসার পর জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এই শুভেচ্ছা নিতে চান না বাবুল । কারণ হিসেবে জানালেন, তাঁর দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণ করেছে তৃণমূল । পুলিশকে কাজে লাগিয়ে বেছে বেছে BJP কর্মীদের মারধর করা হয়েছে । তাই তিনি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা চান না ।
গতকাল আসানসোল লোকসভা কেন্দ্রে জেতার পর বাবুল বলেন, "খুব ভালো লাগছে । অনেক খারাপ কথা শুনতে হয়েছিল । আসানসোল থেকেই লড়ে জেতাটা আমার দায়িত্ব ছিল । সেটা করতে পেরেছি বলে আসানসোলের মানুষকে ধন্যবাদ জানাই ।"
মমতাকে আক্রমণ করে বলেন, "আসানসোলে আমাদের কার্যকর্তাদের অত্যাচার সহ্য করতে হয়েছে । পুলিশ-প্রশাসন অত্যাচার করেছে । দিদির অনুপ্রেরণায় গুন্ডারা অত্যাচার করেছে । কত ছেলে হত্যা হয়েছে । এইসব কিছুর বিরুদ্ধে রায় দিয়েছে জণগন । এই জয় আমি সেই কার্যকর্তাদের উৎসর্গ করব । আমার মাঝে মাঝে লজ্জা করত । কারণ আমার সঙ্গে প্রায় 12 জন সৈন্যসামন্ত থাকত । কিন্তু ওদের সঙ্গে তো কেউ ছিল না । পুলিশও সবচেয়ে বড় গুন্ডা । উর্দি পরে এদের উপর অত্যাচার চালিয়েছে ।"/